Kunal Ghosh: জেলে না পাঠানোর উত্তর দিতে এসে কুণাল দেখলেন…
আদালত অবমাননার মামলায় সোমবার কলকাতা হাই কোর্টে হাজিরা দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আদালতের নির্দেশ অনুযায়ী এদিন দুপুর ১২টা ৩০ মিনিটে সশরীরে তিন বিচারপতির বিশেষ বেঞ্চের সামনে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। সেই অনুযায়ী কুণাল হাই কোর্টে উপস্থিত হলেও, বেঞ্চে উপস্থিত ছিলেন না এক বিচারপতি। জানা গেছে, শারীরিক কারণে বিচারপতির অনুপস্থিতির জেরে এদিন শুনানি স্থগিত […]
আদালত অবমাননার মামলায় সোমবার কলকাতা হাই কোর্টে হাজিরা দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আদালতের নির্দেশ অনুযায়ী এদিন দুপুর ১২টা ৩০ মিনিটে সশরীরে তিন বিচারপতির বিশেষ বেঞ্চের সামনে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। সেই অনুযায়ী কুণাল হাই কোর্টে উপস্থিত হলেও, বেঞ্চে উপস্থিত ছিলেন না এক বিচারপতি। জানা গেছে, শারীরিক কারণে বিচারপতির অনুপস্থিতির জেরে এদিন শুনানি স্থগিত থাকে।
হাইকোর্ট থেকে বেরিয়ে কুণাল বলেন, “আমার বিরুদ্ধে আদালত অবমাননার একটি মামলায় রুল জারি হয়েছিল। তাতে বলা হয়েছিল, কেন আমাকে জেলে পাঠানো হবে না বা শাস্তি দেওয়া হবে না, তা আদালতের সামনে এসে ব্যাখ্যা করতে হবে। সেইমতো আমি উপস্থিত হয়েছিলাম। তবে আজ শুনানি হয়নি কারণ বেঞ্চ বসেনি।”
তিনি আরও জানান, রুলে নির্দিষ্ট সময়ের কথাই বলা ছিল, তাই তিনি আদালতের প্রতি সম্মান রেখে নির্ধারিত সময়েই হাজিরা দেন।
আর কী বললেন তিনি? দেখুন ভিডিয়ো।
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

