Kunal Ghosh News: পাড়ায় ফুটবল খেলতে গিয়ে পা ভাঙলেন কুণাল ঘোষ

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Updated on: Feb 28, 2023 | 5:59 PM

কুণালের ভাঙা পা দেখে কি মনে পড়ে যাচ্ছে গত বিধানসভা নির্বাচনের কথা? নির্বাচনের আগে ভাঙা পা কি শুভ লক্ষণ নাকি অ-শুভ?

পাড়ায় ফুটবল খেলতে গিয়ে পা ভেঙেছে কুণাল ঘোষের। ভাঙা পায়ে এখন তাঁর ব্যান্ডেজ। বাঁ পায়ের এই ব্যান্ডেজ বাধা ছবি দেখে আগের ভোটের কোনও দৃশ্য মনে পড়ছে কি? ভোটের আগে পা ভাঙা কি শুভ লক্ষণ না অশুভ? ‘পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেব’, বিরোধীরা যদি অঞ্জন দত্তের এই গান এখন ব্যবহার করেন, কী বলবেন? টিভি নাইন বাংলা ডিজিটালের প্রতিনিধির এই সমস্ত প্রশ্নের উত্তর দিলেন কুনাল ঘোষ। বিরোধীদের ‘আপদ’ আখ্যা দিলেন। ক্র্যাচে ভর দিয়েই সব কাজ করছেন কুণাল ঘোষ। নন্দীগ্রামে সভাও করেছেন বলে জানালেন তিনি। মাসখানেক লাগবে সারতে। তবে পঞ্চায়েত নির্বাচনের আগেই ফুল ফর্মে চলে আসবেন বলে জানালেন কুনাল বাবু।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla