Kunal Ghosh: ‘ইডি অফিসাররা যাচ্ছেন…’, I-PAC-কাণ্ডের পর কুণালের হাতে ‘গোপন’ চ্যাট
Kunal Ghosh on ED Raid: শাসকশিবিরের নির্বাচনী পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। নেপথ্যে স্বরাষ্ট্রমন্ত্রককেই দায়ি করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। একটি চ্য়াটের স্ক্রিনশট তুলে ধরলেন তিনি।
রাজ্য়ের শাসকশিবিরের নির্বাচনী পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। নেপথ্যে স্বরাষ্ট্রমন্ত্রককেই দায়ি করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। একটি চ্য়াটের স্ক্রিনশট তুলে ধরলেন তিনি।
কুণাল ঘোষের প্রশ্ন, ‘ইডির তল্লাশির সঙ্গে ওই মেসেজের কোনও যোগ নেই তো?’ কী রয়েছে সেই স্ক্রিনশটে? কুণালের শেয়ার করা স্ক্রিনশটে দেখা গেল, সেখানে ‘দাদা’ সম্বোধন করে কেউ অন্য একজনকে লিখছেন, ‘১৩ জন ইডি অফিসার কলকাতা যাচ্ছেন। এক জন সাইবার এক্সপার্টও যাচ্ছেন।’