Kunal Ghosh: তিলোত্তমা কান্ডে কুণাল ঘোষ টেবিল চাপড়ে বললেন 'যা বলেছি বেশ বলেছি'

Kunal Ghosh: তিলোত্তমা কান্ডে কুণাল ঘোষ টেবিল চাপড়ে বললেন ‘যা বলেছি বেশ বলেছি’

TV9 Bangla Digital

| Edited By: সোমনাথ মিত্র

Updated on: Jan 29, 2025 | 7:58 PM

এবার অকাট্য যুক্তি

তিলোত্তমার বাবা-মা ‘একেকবার একেক রকম মন্তব্য করছেন’, দিনদুয়েক আগে এরকম মন্তব্য করার জেরে সমাজমাধ্যমের একাংশের আগ্রাসনের মুখে পড়েছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তবে এবার অকাট্য যুক্তি দিলেন সর্বসমক্ষে। উদাহরণ দিলেন, “কদিন আগে বললেন ফাঁসি চাই এবার বলছেন ফাঁসি চাই না।” টেবিল চাপড়ে বললেন, “যা বলেছি ঠিক বলেছি।” দেখুন ভিডিয়ো