Land Track 12W Standard B22 D Inverter Bulb: লোডশেডিং হলেও জ্বলবে এই বাল্ব

Land Track 12W Standard B22 D Inverter Bulb: লোডশেডিং হলেও জ্বলবে এই বাল্ব

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jun 26, 2023 | 9:55 PM

লোডশেডিয়ের সমস্যা বেড়েই চলেছে। মানুষ ইনভার্টার খুব বেশি ব্যবহার করেন না। এমন একটি বাল্ব আছে, যা ইনভার্টারের মতো কাজ করবে। বাল্বটির নাম Land Track 12W Standard B22 D Inverter Bulb। বিদ্যুৎ চলে গেলেও এই বাল্ব অনেকক্ষণ কাজ করবে।

লোডশেডিয়ের সমস্যা বেড়েই চলেছে। মানুষ ইনভার্টার খুব বেশি ব্যবহার করেন না। এমন একটি বাল্ব আছে, যা ইনভার্টারের মতো কাজ করবে। বাল্বটির নাম Land Track 12W Standard B22 D Inverter Bulb। বিদ্যুৎ চলে গেলেও এই বাল্ব অনেকক্ষণ কাজ করবে। বাজারে এই বাল্বের দাম ১০৪৯ টাকা। কম দামে ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন এই বাল্ব। ফ্লিপকার্টে ৭১% ছাড় দিয়ে ২৯৮ টাকায় পেয়ে যাবেন এই বাল্বটি। ইমার্জেন্সি ইনভার্টার বাল্বটি ১২ ওয়াটের। রিচার্জ করা যায় Land Track বাল্বটি। একবার রিচার্জ করলেই ৪ ঘণ্টা চলবে। 2600mAh ব্যাটারি আছে বাল্বটিতে। বাল্বটি জ্বেলে রেখে চার্জ দিতে হবে। বিদ্যুৎ চলে গেলেই, বাল্বটি কাজ করা শুরু করবে। একবার চার্জ করতে সময় লাগবে ৮ থেকে ১০ ঘন্টা। ভোল্টেজ পরিবর্তন হলেও এই বাল্বটিতে কোন প্রভাব পড়বে না।