Shah Rukh Khan-Suhana Khan News: বলিউডে কান পাতলে এবার এমনই খবর শোনা যাচ্ছে…
শাহরুখ খানের ছবিতে এবার সুহানা খান? বলিউডে কান পাতলে এবার এমনই খবর শোনা যাচ্ছে। বড়পর্দায় সুহানা খানের অভিষেক হবে শাহরুখ খানের হাত ধরেই। সম্ভাব্য পরিচালক 'পাঠান'খ্যাত সিদ্ধার্থ আনন্দ।
নিয়ম ভাঙলেন অমিতাভ
এতদিন খালি পায়েই ‘জলসা’-এর বাইরে ভক্তদের সঙ্গে দেখা করতেন অমিতাভ। তবে এবার নিয়ম ভাঙলেন তিনি। ‘জলসা’র বাইরে ভক্তদের সঙ্গে পায়ে জুতো পরেই দেখা করতে দেখা গেল তাঁকে। কারণ হিসেবে তিনি জানালেন, “পায়ে ফোস্কা পড়েছে।”
বিপাকে ‘দ্য কেরালা স্টোরি’
ওটিটিতে খদ্দের পাচ্ছে না সুদীপ্ত সেনের ছবি ‘দ্য কেরালা স্টোরি’। পরিচালকের দাবি, এই ছবির বিরুদ্ধে হয়েছে এক গভীর ষড়যন্ত্র। তিনি মনে করেন, ‘দ্য কেরালা স্টোরি’র সাফল্যে ইন্ডাস্ট্রির অনেকেই ঈর্ষান্বিত। আর সেই কারণেই এভাবে এই ছবিকে শাস্তি দেওয়ার জন্য বেছে নিয়েছেন তাঁরা।
সুহানা-শাহরুখ ছবি
শাহরুখ খানের ছবিতে এবার সুহানা খান? বলিউডে কান পাতলে এবার এমনই খবর শোনা যাচ্ছে। বড়পর্দায় সুহানা খানের অভিষেক হবে শাহরুখ খানের হাত ধরেই। সম্ভাব্য পরিচালক ‘পাঠান’খ্যাত সিদ্ধার্থ আনন্দ।
কবে মুক্তি ‘জওয়ান’-এর টিজ়ার?
চলতি বছরে শাহরুখ খানের দ্বিতীয় ছবি ‘জওয়ান’ এবার মুক্তির অপেক্ষায়। তবে এখনও মুক্তি পায়নি টিজ়ার। কবে অপেক্ষার অবসান ঘটবে? শাহরুখের কথায়, চিন্তার কোনও কারণ নেই, কাজ চলছে। শীঘ্রই মুক্তি পাবে জাওয়ান টিজ়ার।
অর্জুনের জন্মদিন সেলিব্রেশন
অর্জুন কাপুরের জন্মদিন বলে কথা। মালাইকা আরোরার বিশেষ সেলিব্রেশন প্ল্যান থাকবে না, তা কি হয়? হাউস পার্টিতে তাক লাগালেন মাল্লা। ”ছাঁইয়া ছাঁইয়া’ নাচে মুহূর্তে হলেন ভাইরাল।
সোনমের স্বপ্ন
সোনম কাপুর নিজের সন্তানকে সিনেদুনিয়ায় আনতে চান না? এবার সেই রহস্য হল ফাঁস। সোনমের স্বপ্ন, তাঁর ছেলে ভায়ু বড় হয়ে ক্রিকেটার হোক। সম্প্রতি এমনই মনের ইচ্ছের কথা জানালেন সোনম।
ইন্ডাস্ট্রিতে নতুন ‘বোনুয়া’?
এতদিন নুসরত জাহান ও মিমি চক্রবর্তীর রসায়ন নিয়ে চলত জোর চর্চা। এঁকে-অপরকে তাঁরা ডাকতেন ‘বোনুয়া’ বলে। তবে এবার শ্রাবন্তী, শুভশ্রী ও মৌনি রায়ের এক ফ্রেমে ছবি দেখে নেটিজেনদের প্রশ্ন, ‘এঁরাই কি তবে ইন্ডাস্ট্রির নতুন বোনুয়া’? তিন নায়িকার নতুন রসায়ন কিন্তু চোখ এড়ায়নি সাধারণের।
শিলাজিতের অভিজ্ঞতা
শহর কলকাতায় মধ্যরাতে এক অন্য স্বাদের অভিজ্ঞতা হল গায়ক শিলাজিতের। এক আচার বিক্রেতার পরিশ্রম দেখে অবাক তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে লিখলেন, “আমার ভেতরে লড়বার দমটা বাড়িয়ে দিয়ে গেলেন আপনি। আপনার মানসিকতা আমার মধ্যে ভর করুক। ”
দুর্গ বয়েজদের লড়াই
একজন দেবকে ব্যোমকেশ হিসেবে বেছে নিয়েছেন, অন্যজনের ব্যোমকেশ অনির্বাণ ভট্টাচার্য। ইন্ডাস্ট্রির রটনা, এই নিয়েই সৃজিত মুখোপাধ্যায় ও বিরসা দাশগুপ্তের চলছে জোর প্রতিযোগিতা। সত্যিই কি তাই? হাসিমুখে বিরসার সঙ্গে ছবি দিয়ে সৃজিত লিখলেন, ‘দুর্গ বয়েজ।’