SunScreen: বিনামূল্যে সানস্ক্রিন বিলি সরকারের

SunScreen: বিনামূল্যে সানস্ক্রিন বিলি সরকারের

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jun 26, 2023 | 9:40 PM

চড়া রোদে পুড়ছে চামড়া। প্রবল গরমে বিনামূল্যে সানস্ক্রিন দিতে চলেছে সরকার। নেদারল্যান্ডসে বাড়ছে ত্বক ক্যানসার আক্রান্তের সংখ্যা । এই রোগ থেকে মুক্তি পেতে বিলি করা হচ্ছে সানস্ক্রিন। শিক্ষা প্রতিষ্ঠান এবং উৎসবের বিভিন্ন জায়গাতে বিলি করা হবে সানস্ক্রিন। সানস্ক্রিন বিলি করা হবে বিভিন্ন টুর্নামেন্টে।

চড়া রোদে পুড়ছে চামড়া। প্রবল গরমে বিনামূল্যে সানস্ক্রিন দিতে চলেছে সরকার। নেদারল্যান্ডসে বাড়ছে ত্বক ক্যানসার আক্রান্তের সংখ্যা । এই রোগ থেকে মুক্তি পেতে বিলি করা হচ্ছে সানস্ক্রিন। শিক্ষা প্রতিষ্ঠান এবং উৎসবের বিভিন্ন জায়গাতে বিলি করা হবে সানস্ক্রিন। সানস্ক্রিন বিলি করা হবে বিভিন্ন টুর্নামেন্টে। সারা ইউরোপে দ্রুত গতিতে বাড়ছে ত্বক ক্যানসার। মধ্য ইউরোপের দেশগুলিতে বেশি করে বাড়ছে ত্বক ক্যানসার। সূর্যের অতি বেগুনি রশ্মির জন্য ত্বক ক্যানসার হচ্ছে বলে মনে করছেন চিকিৎসকরা। মধ্য ইউরোপের বেশ কিছু দেশে চড়া রোদ থাকে। সেই কারণেও বাড়তে পারে ত্বক ক্যানসার। ত্বকের বেশ কিছু জায়গায় পাল্টে যাচ্ছে রং। সানস্ক্রিন লাগালে ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমবে।
আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের মধ্যে বিলি করা হবে সানস্ক্রিন। ছোটদেরও মাখতে হবে সানস্ক্রিন। সরকারের দাবি, সবাই সানস্ক্রিন ব্যবহার করলে, আগামী দু’বছরের ২৫% কমতে পারে ক্যানসার আক্রান্তের সংখ্যা।