Car Engine: গাড়ির ইঞ্জিন সামনে থাকে কেন?

Car Engine: গাড়ির ইঞ্জিন সামনে থাকে কেন?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jun 27, 2023 | 2:51 PM

বেশিভাগ গাড়ির ইঞ্জিন সামনে থাকে। অনেক গাড়িতে ইঞ্জিন পেছনে বা মাঝখানে থাকে। কিন্তু গাড়ির ইঞ্জিন কেন সামনে রাখা হয় জানেন? ইঞ্জিন সামনের দিকে থাকলে, ইঞ্জিনের ওজন থাকে সামনের চাকার ওপর। তাই চালক গাড়ির ওপর ভাল নিয়ন্ত্রণ পায়।

বেশিভাগ গাড়ির ইঞ্জিন সামনে থাকে। অনেক গাড়িতে ইঞ্জিন পেছনে বা মাঝখানে থাকে। কিন্তু গাড়ির ইঞ্জিন কেন সামনে রাখা হয় জানেন? ইঞ্জিন সামনের দিকে থাকলে,ইঞ্জিনের ওজন থাকে সামনের চাকার ওপর। তাই চালক গাড়ির ওপর ভাল নিয়ন্ত্রণ পায়। গাড়ির সামনের দিকে ইঞ্জিন থাকলে, যাত্রীদের নিরাপত্তা বাড়ে। সামনে থেকে কোনও সংঘর্ষ হলে, ইঞ্জিনের ওপর চাপ পড়বে। তাহলে যাত্রী এবং চালক অনেকটাই নিরাপদে থাকবে। এই জন্য বেশিভাগ গাড়িতে ইঞ্জিন সামনের দিকে রাখা হয়। এছাড়া কুলিংয়ের জন্য ইঞ্জিন সামনে রাখা হয়। গাড়ির সামনে ইঞ্জিন থাকলে, রেডিয়েটর এবং ইঞ্জিনে বাতাস প্রবেশ করতে পারে। তাই ইঞ্জিনে দ্রুত গরম হয় না। ইঞ্জিন দ্রুত গরম না হলে, ভাল মাইলেজ পাওয়া যাবে।