Nusrat Jahan Choudhury: আমেরিকায় বাঙালি বিচারক!

Nusrat Jahan Choudhury: আমেরিকায় বাঙালি বিচারক!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jun 27, 2023 | 3:03 PM

নুসরত চৌধুরী, প্রথম মহিলা মুসলিম ফেডারেল বিচারক হলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তিনি বাংলাদেশ বংশোদ্ভূত। তাঁর বয়স ৪৬ বছর। নুসরত চৌধুরী নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক।

নুসরত চৌধুরী, প্রথম মহিলা মুসলিম ফেডারেল বিচারক হলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তিনি বাংলাদেশ বংশোদ্ভূত। তাঁর বয়স ৪৬ বছর। নুসরত চৌধুরী নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক। তিনি স্নাতক পাশ করেছিলেন কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে। আইনের ডিগ্রি পেয়েছিলেন ইয়েল ল স্কুল থেকে। তিনি আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়নের সঙ্গে যুক্ত আছেন দীর্ঘদিন। ডেপুটি ডিরেক্টরের কাজ করেছিলেন ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত। তারপর তিনি অধিকর্তা হন আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়নের। প্রেসিডেন্ট জো বাইডেন,ফেডারেল বেঞ্চের বিচারকের পদে নুসরত চৌধুরীকে মনোনয়ন দিয়েছিলেন। তিনি ভোটে জয়লাভ করেছিলেন। তিনি ভোটে জতেন। নুসরত চৌধুরী খুব প্রতিভাবান আইনজীবী। কিন্তু বিতর্কের মুখেও তাঁকে পড়তে হয়েছিল কয়েক বছর আগে। তিনি মন্তব্য করেছিলেন পুলিশ প্রতিদিন হত্যা করছে নিরস্ত্র কৃষ্ণাঙ্গদের। এই নিয়ে বিরোধিতা করেছিলেন সেনেটের কিছু সদস্য। এরপর নুসরত চিঠি পাঠিয়েছিলেন সেনেট বিচারবিভাগীয় কমিটিকে। তিনি জানিয়েছিলেন আইনের প্রতি তাঁর সম্পূর্ণ শ্রদ্ধা আছে।