Load Shedding News: লোডশেডিং, ক্ষতিপূরণ চান?

জলবিদ্যুৎ উৎপাদন কম হওয়ায় গ্রিডে পাওয়ার ঘাটতি। শুরু হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। ঘাটতি মেটাতে কয়লার তাপ বিদ্যুতের ব্যবহার বেড়েছে। গত বছরের প্রথম ৮ মাসে তাপ বিদ্যুৎ তৈরি হয় ৭৪.২% । এ বছরের প্রথম ৮ মাসে তাপ বিদ্যুৎ লেগেছে ৭২.৯% । পাওয়ার কাটে বা লোড শেডিংয়ে কমবেশি ভুগছে সারা দেশ।

Load Shedding News: লোডশেডিং, ক্ষতিপূরণ চান?
| Edited By: | Updated on: Sep 16, 2023 | 4:43 PM

জলবিদ্যুৎ উৎপাদন কম হওয়ায় গ্রিডে পাওয়ার ঘাটতি। শুরু হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। ঘাটতি মেটাতে কয়লার তাপ বিদ্যুতের ব্যবহার বেড়েছে। গত বছরের প্রথম ৮ মাসে তাপ বিদ্যুৎ তৈরি হয় ৭৪.২% । এ বছরের প্রথম ৮ মাসে তাপ বিদ্যুৎ লেগেছে ৭২.৯% । পাওয়ার কাটে বা লোড শেডিংয়ে কমবেশি ভুগছে সারা দেশ। আপনি জানেন কি কেন্দ্রীয় বিদ্যুৎ আইন অনুযায়ী সারা সপ্তাহে ২৪ ঘণ্টা বিদ্যুৎ পাবার অধিকার আছে? আর এই অধিকার খর্ব হলে পেতে পারেন মোটা অঙ্কের ক্ষতিপূরণও। কেন্দ্রীয় বিদ্যুৎ আইন ২০০৩ এর ১৭৬ সেকশনে এবিষয়ে সবিস্তারে বলা আছে। আইন বলছে কোনও বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা ইচ্ছাকৃত ও মর্জিমাফিক লোডশেডিং করতে পারবে না। আইন মোতাবেক বিদ্যুৎ সংস্থা গুলিকে দ্রুত পরিষেবা দিতে হবে। এই পরিষেবার মধ্যে আছে বিল মেটানো, ভোল্টেজের সমস্যা ঠিক করা। আছে বিদ্যুৎ সংযোগ দেওয়া ও ছিন্ন করা গ্রাহকের স্থানান্তর সংক্রান্ত বিষয়। প্রত্যেকটি পরিষেবার জন্য সময় বেঁধে দিয়েছে কেন্দ্রীয় এই আইন। এই পরিষেবার একটিও না দিলে ক্ষতিপূরণ দাবী করতে পারেন গ্রাহক। নিয়ম জানা যাবে https://powermin.gov.in ওয়েবসাইটে। আপনার বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থার কাছেও পাবেন এ বিষয়ক তথ্য।

Follow Us: