Laxmi Puja 2022: মা লক্ষ্মীর আরাধনায় অপরাজিতা, পূজার সাজে অভিনেত্রী যেন স্বয়ং লক্ষ্মী
Laxmi Puja: আহ্লাদে গদগদ অপরাজিতা। TV9 বাংলার ক্যামেরার সামনে অকপট অভিনেত্রী। ছোট চুলের রহস্য কী? অভিনেত্রী জানালেন নিজেই।
আজ কোজাগরী লক্ষীপূজা। ধনদেবীর আরাধনায় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। শত ব্যস্ততার মাঝেও এই একটা দিন বাড়িতেই থাকেন অভিনেত্রী। লাল শাড়ি ও সোনার গয়নায় অপরাজিতাই যেন স্বয়ং মা লক্ষ্মী।
বাড়িতে পূজার প্রস্তুতি কেমন চলছে? ‘নাড়ু, মুড়ির মোয়া, বাদামের মোয়া – এই আমার প্রস্তুতি’, জানালেন অভিনেত্রী। ‘আমার মা-ই আমার দশভূজা’, আহ্লাদে গদগদ অপরাজিতা। TV9 বাংলার ক্যামেরার সামনে অকপট অভিনেত্রী। ছোট চুলের রহস্য কী? অভিনেত্রী জানালেন নিজেই। ‘প্রত্যেকবার আমাকে মানুষ এই সাজেই দেখেন। তবে এবার পার্থক্য একটাই, আগে আমার একঢাল চুল ছিল, কোভিডে চুল উঠে যাচ্ছিল বলে কেটে ফেলেছি’, ব্যক্ত করলেন অভিনেত্রী নিজেই।
‘অতিমারীকে জয় করে এগিয়ে চলছি’, লক্ষ্মীপূজায় সকলের শুভ কামনায় অভিনেত্রী। গান গাইলেন, আড্ডা দিলেন, লক্ষ্মীপূজায় সব মিলিয়ে বেশ হাসিখুশিই দেখাল অপরাজিতা আঢ্যকে।

