Laxmi Pujo 2023: অভিনেত্রীর অন্দরমহলে খবর লক্ষ্মী পুজোয় ফাঁস
Laxmi Pujo 2023: শনিবার সকাল থেকেই তোড়জোড় তুঙ্গে। টলিপাড়ার সেলেবরা ব্যস্ত বাড়ির লক্ষ্মী পুজো নিয়ে। অপরাজিতা আঢ্য থেকে শুরু করে দেবলীনা কুমার, চৈতী ঘোষালরা নিয়ম মেনে লক্ষ্মী পুজোয় মাতলেন। ভোগ রান্না থেকে আলপনা দেওয়া, নানা ব্যস্ততার মাঝেই ফ্রেমবন্দি হলেন তারকারা।ধনদেবীর আরাধনায় অপরাজিতা আঢ্য। কীভাবে করলেন পুজো? বাড়ির পুজোয় গাইলেন গান!
টলিপাড়ার লক্ষ্মী পুজো
শনিবার সকাল থেকেই তোড়জোড় তুঙ্গে। টলিপাড়ার সেলেবরা ব্যস্ত বাড়ির লক্ষ্মী পুজো নিয়ে। অপরাজিতা আঢ্য থেকে শুরু করে দেবলীনা কুমার, চৈতী ঘোষালরা নিয়ম মেনে লক্ষ্মী পুজোয় মাতলেন। ভোগ রান্না থেকে আলপনা দেওয়া, নানা ব্যস্ততার মাঝেই ফ্রেমবন্দি হলেন তারকারা।
কতখানি লক্ষ্মী অপরাজিতা?
‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’ এবং ‘জল থৈ থৈ ভালবাসা’, দুটি ধারাবাহিকেই মা লক্ষ্মীর নামে অপরাজিতার নাম–একটিতে লক্ষ্মী দাস। অন্যটিতে কোজাগরী বসু। নিজের বেহালার বাড়িতেও প্রতিবছর ঘটা করে লক্ষ্মী পুজো করেন অপরাজিতা। বাস্তবে কতখানি লক্ষ্মী তিনি। জানালেন অভিনেত্রীর শাশুড়ি কণিকা হাজরা। বললেন, “অপরাজিতার মধ্যে মানিয়ে নেওয়ার গুণ অন্য মেয়েদের তুলনায় অনেক বেশ পরিমাণে রয়েছে। প্রত্যেককে নিয়ে থাকতে ভালবাসে আমার বউমা। কাউকে ছাড়তে চায় না।”
নবনীতাকে ব্লক করেছেন জিতু
তিনমাস আগে বিচ্ছেদের পর অভিনেত্রী নবনীতা দাসকে ‘বাচ্চা বউ’ সম্বোধন করে নানা ধরনের পোস্ট করতে থাকেন অভিনেতা জিতু কামাল। কিছু পোস্টে নবনীতার নামও থাকে না। অভিনেত্রীর এদিকে দাবি, তাঁকে নাকি সোশ্যাল মিডিয়ায় ব্লক করেছেন জিতু। বলেছেন, “আমাকে ব্লক করে রেখেছে। আমি ওর কোনও পোস্টই দেখতে পাই না। ওর পোস্টগুলো থেকে অনেক পোর্টাল স্টোরি করে, সেগুলো দেখতে পাই।”
সিন্সরে পাশ ‘টাইগার থ্রি’
পাঠান কিংবা জওয়ান, চলতি বছরে শাহরুখ খানের দুই ছবি নিয়েই সেন্সর বোর্ডে জল্পনা ছিল বর্তমান। তবে সলমন খানের টাইগার থ্রি ছবির ভাগ্যে থাকল না কোনও জটিলতা। টাইগার থ্রি সেন্সর বোর্ডে পাশ। পরিবারের সকলকে নিয়ে দেখা যাবে ভাইজানের টাইগার থ্রি, এমনই জানিয়ে দিল সেন্সর বোর্ড।
‘টাইগার থ্রি’ টিকিট বুকিং
১২ নভেম্বর মুক্তি পেতে চলেছে সলমন খানের আগামী ছবি টাইগার থ্রি। কবে থেকে শুরু প্রি-বুকিং? না, শাহরুখ খানের ছবির মতো একমাস আগে নয়, মাত্র এক সপ্তাহ আগে খুলছে এই ছবির প্রি-বুকিং। এখন দেখার এই ছবি বক্স অফিসে কত কোটি আয় করে?
দীপিকার মন্তব্যে কী বললেন রণবীর
রণবীর কাপুরকে কটাক্ষ করে দীপিকা পাড়ুকোন একবার বলেছিলেন ওর কন্ডোম সংস্থার মুখ হওয়া উচিত। শুনে কতটা খারাপ লেগেছিল রণবীরের? উত্তরে অভিনেতা জানান, তেমন একটা খারাপ তাঁর লাগেনি, কারণ কে কী বলবেন সেটা তাঁর ব্যপার। যদিও পরে নাকি দীপিকা রণবীরকে ফোন করে এই বিষয়ে কথা বলে নিয়েছিলেন বলেই জানান কাপুর-সন।
জয়ার ভয়ে এই কাণ্ড?
কেবিসি-র হট সিটে বসে এ কেমন আবদার প্রতিযোগীর? অমিতাভ বচ্চনের সঙ্গে যেতে চান ডেটিং-এ? শুনে নানাভাবে প্রতিযোগীকে বোঝানোর চেষ্টা করেন বিগ বি। জানান, তিনি যেতে পারবেন না। এই উত্তর শুনে নেটদুনিয়ার এক শ্রেণি মজা করে বলে উঠল, জয়া বচ্চনের ভয়েই কি প্রতিযোগীর মন রাখতে পারলেন না অমিতাভ?
হাঁটু কাপল সুহানার
সম্প্রতি প্রকাশ্যে এসেছে শাহরুখ খান কন্যা সুহানা খান অভিনীত প্রথম ছবি ‘দ্যা আর্চিজ়’-এর গান ‘সুনো’। ছবিতে তাঁকে দেখা যাবে আর্চিজ় কমিক্সের ভেরোনিকার চরিত্রে। গানটিতে তাঁকে স্কেটিং করতে দেখা যায়, যা দেখে নেটিজ়েনরা মুগ্ধ। কিন্তু বাস্তবে নাকি ভয়ে এবং দুশ্চিন্তায় হাঁটু কাঁপছিল তারকা সন্তানের। জানিয়েছেন নিজের মুখেই।
প্রাক্তন প্রেমিকার সঙ্গে জুটি বাঁধবেন টাইগার স্রফ
কথা ছিল ‘হিরো নম্বর ওয়ান’ ছবিতে একসঙ্গে অভিনয় করবেন টাইগার স্রফ এবং সারা আলি খান। কিন্তু ডেট না পাওয়ার কারণে ছবি থেকে সরতে বাধ্য হয়েছেন সারা। তাই নায়িকার জন্য অফার গিয়েছে দিশা পাটানির কাছে। শেষবার তাঁদের একসঙ্গে দেখা যায় ‘বাগি টু’ ছবিতে।