Alipurduar Leopard Recovery: অবশেষে জালে...

Alipurduar Leopard Recovery: অবশেষে জালে…

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 20, 2023 | 5:19 PM

অবশেষে খাঁচাবন্দী লেপার্ড।স্বস্তিতে বস্তীর বাসিন্দারা। গতকাল রাতে ফালাকাটা ব্লকের দলগাঁও বস্তীতে লেপার্ড টি খাঁচাবন্দী হয়।লেপার্ড খাঁচাবন্দী হওয়ায় স্বস্তি ফিরল বস্তীতে।

অবশেষে খাঁচাবন্দী লেপার্ড।স্বস্তিতে বস্তীর বাসিন্দারা। গতকাল রাতে ফালাকাটা ব্লকের দলগাঁও বস্তীতে লেপার্ড টি খাঁচাবন্দী হয়।লেপার্ড খাঁচাবন্দী হওয়ায় স্বস্তি ফিরল বস্তীতে। এর আগে ওই এলাকায় লেপার্ডের আক্রমনে এক বৃদ্ধার মৃত্যু হয়। পরে লেপার্ডের হানায় আহত হয় তিন শিশু। এই ঘটনায় ব‍্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল রবিবার রাতে আলিপুরদুয়ার জেলার দলগাঁও বস্তিতে । এদিন এলাকার বাসিন্দা শান্তি ওরাঁও এর সামনে তার বাড়ির উঠোনে লেপার্ড এসে হানা দেয় এই ঘটনায় শান্তি ওরাঁও তিন পুত্র একজন বারো বছর,দশ বছ‍র ও সাত বছর বয়সী পুত্র সন্তান গুরুতর জখম হয়েছিল বলে জানিয়েছিলেন শান্তি ওরাঁও। এরপরই ওই এলাকায় খাঁচা বসানোর দাবি করেন বস্তীর বাসিন্দারা। বস্তীর বাসিন্দাদের দাবি মত খাঁচা বসানো হয়।তিন দিনের মধ্যে অবশেষে খাঁচাবন্দী লেপার্ড।স্বস্তিতে বস্তীর বাসিন্দারা। যদিও লেপার্ড টি রাতেই বনকর্মীরা মাদারীহাট নিয়ে গেছে।বনদফতর সূত্রে জানা গেছে,লেপার্ড টি প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।