কেমন হয় হিজড়েদের জীবন-পর্ব?

পেশায় তাঁরা ‘হিজড়ে’। হিজড়ে’ প্রথার সঙ্গে যুক্ত মানুষকেই সমাজ ‘হিজড়ে’ বলে থাকে। বংশ পরম্পরায় তাঁরা গুরু মায়ের দৈয়ারে থাকেন। সমাজ থেকে বিতাড়িত হয়ে কেন বেছে নিতে হয় এই জীবন?

| Updated on: Feb 22, 2021 | 1:12 PM

পেশায় তাঁরা ‘হিজড়ে’। হিজড়ে’ প্রথার সঙ্গে যুক্ত মানুষকেই সমাজ ‘হিজড়ে’ বলে থাকে।

ওঁরা হিঁজড়ে। অঞ্জলি ওঁদের গুরু মা। বৃহন্নলা নয়, হিঁজড়ে নামেই ওঁদের গৌরব। বৃহন্নলা নামের মধ্যে, ওঁদের মতে—রয়েছে অর্জুনের অসহায়তার লজ্জ্বা। ঝরা ফুলে মালা গেঁথে ওঁরা চেষ্টা করে চলেছেন তৃতীয় লিঙ্গের অধিকার প্রতিষ্ঠার। সমাজের মূলধারা অথবা মেইনস্ট্রিম-এর সন্দিগ্ধ দৃষ্টি আর সরকারি ঔদাসীন্য ওঁদের ঠেলে দিয়েছে পিছনে। ফেলে দিয়েছে অনিশ্চয়তার অন্ধকারে।

চড়া মেক-আপ নিয়ে ট্র্য়াফিক সিগন্য়ালে ভিক্ষা, শিশুর জন্মে যজমানের বাড়িতে গিয়ে ‘বধাই’ নেওয়া, বিনিময়ে আশীর্বাদ আর স্লিপ দেওয়া। বাকিদের দেহ-ব্যবসার জটিল সরণি বেয়ে হাঁটা। কেউ সহজ চোখে দেখে না ওঁদের। কিন্তু ‘হিজড়ে’ ঘরে কীভাবে জীবনযাপন করেন ওঁরা? কেমন তাঁদের জীবন পর্যায়? সমাজ ঠিক কীভাবে দেখেন ওঁদের? এই ভিডিয়োটি দেবে আপনার সব প্রশ্নের উত্তর।

Follow Us: