Lionel Messi in Kolkata: মেসির জন্য ১০ হাজার টাকা খরচ, কী দেখলেন স্টেডিয়ামে গিয়ে?
Lionel Messi: যুবভারতীতে এলেন লিওনেল মেসি। মাঠে ঘুরলেন, তবে মাত্র ১০ মিনিটের জন্য। এত টাকা খরচ করে মেসিকে চাক্ষুষ দেখার স্বপ্ন পূরণ হল না হাজার হাজার মানুষের। ক্ষোভে ফেটে পড়েন সকলে। ভাঙচুর করা হয় স্টেডিয়াম। আগুনও লাগিয়ে দেওয়া হয় সোফায়।
শহরে ফুটবলের ‘GOAT’ লিওনেল মেসি (Lionel Messi)। আর কি নিজেকে ধরে রাখা যায়? যুবভারতীতে মেসির অনুষ্ঠান শুরুর অনেক আগেই হাজির ভক্তরা। সবার অপেক্ষা এখন মেসিকে দেখার। ১৪ বছর পর শহরে পা রেখেছেন বিশ্বজয়ী তারকা। মাঝরাতে তাঁর ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। বাইরে তখন থিকথিক করছে ভিড়। তবে আশা পূরণ হল না। যুবভারতীতে এলেন লিওনেল মেসি। মাঠে ঘুরলেন, তবে মাত্র ১০ মিনিটের জন্য। এত টাকা খরচ করে মেসিকে চাক্ষুষ দেখার স্বপ্ন পূরণ হল না হাজার হাজার মানুষের। ক্ষোভে ফেটে পড়েন সকলে। ভাঙচুর করা হয় স্টেডিয়াম। আগুনও লাগিয়ে দেওয়া হয় সোফায়।
Latest Videos
মেসির জন্য ১০ হাজার টাকা খরচ, কী দেখলেন স্টেডিয়ামে গিয়ে?
১৬ তারিখে বেরবে খসড়া তালিকা, লিস্টে নিজের নাম দেখবেন কী করে?
৮৫ লক্ষ ভোটারের বাবার নাম গলদ! ১৩ লাখ ভোটারের বাবা যিনি, মা-ও তিনি!
নাম বদলাচ্ছে MGNREGA-এর, ১০০ দিন থেকে বেড়ে ১২৫ দিনের কাজের গ্যারান্টি!
