FIFA World Cup 2022: ফুটবলার নন, মানুষ মেসিকে চেনেন?
মেসির কাছে বার্সেলোনা বা পিএসজি প্রিয়। কিন্তু আর্জেন্টিনা তাঁর ভালোবাসা।
ফুটবল মানেই টিমওয়ার্ক। সঠিক মেলবন্ধন মানে বল ঢুকবে নেটে। বনিবনার অভাবেই মুখ থুবড়ে পড়বে দল। আর মেলবন্ধনের শর্ত বন্ধুত্ব। যার অনন্য নজির গড়েছেন আর্জেন্টিনার সুপারস্টার। কেন? আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি (Lionel Messi)। বাঁ পায়ে জাদু দেখানোর পাশাপাশি গড়ে তুলেছেন গাঢ় বন্ধুত্ব। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে পরাজয় লিওকে দুর্বল করেছিল। ব্রাজিলের মাঠে পরাজয়ে ভেঙে পড়েছিলেন তারকা। বিপর্যস্ত হয়েছিলেন আর্জেন্টাইন ফুটবল তারকা। কতটা ভেঙে পড়েছিলেন মেসি? মেসির প্রাক্তন এজেন্টের কথাতেই সেটা স্পষ্ট হয়েছিল। মেসির প্রাক্তন এজেন্ট ফাবিয়ান সোল্ডিনি বলেছিলেন, “পরাজয় প্রভাবিত করেছিল মেসিকে।”
মেসির কাছে বার্সেলোনা বা পিএসজি প্রিয়। কিন্তু আর্জেন্টিনা তাঁর ভালোবাসা। জাতীয় দলের পরাজয় কোন ভাবেই মানতে পারেননি আর্জেন্টাইন এই তারকা। কিন্তু কেন ফুটবলার লিওনেল মেসিকে ছাপিয়ে যায় ব্যাক্তি মেসি? সোল্ডিনি বলেন, “দু’জনের পেশাদার সম্পর্ক শেষ হলেও চমৎকার বন্ধুত্ব বজায় রেখেছে মেসি।” আকাশি সাদা রঙে ১০ নম্বর জার্সিধারী লিও মানুষ হিসেবে ১ নম্বরেই। ঘনিষ্ঠ মহল থেকে সহকর্মী সকলেই লিওর প্রশংসায় পঞ্চমুখ। মানুষ মেসি নাকি অনেক এগিয়ে। যে মেসিকে কখনওই চেনার সুযোগই পাননি বিশ্বের কোনায় কোনায় থাকা তাঁর গুনমুগ্ধরা।