মুম্বইও দেখল মেসি ম্যাজিক, পারল না শুধু কলকাতাই!
Messi in Mumbai: মেসির ট্য়ুরে দ্বিতীয় দিনে অনুষ্ঠান ছিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেখানে মেসির সঙ্গে দেখা করলেন ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকর। কথা বললেন, একে অপরকে নিজেদের নাম লেখা জার্সিও উপহার দিলেন। মেসির হাসি মুখ দেখা গেল মুম্বইয়ে। পায়ে বলের ম্যাজিক দেখালেন।
হায়দরাবাদ সফল, মুম্বইও সফল। ব্যর্থ শুধু কলকাতা। মেসি ম্যাজিকে বাকি সবাই মাতলেও, কালিমালিপ্ত হয়ে গেল কলকাতা। মেসির ট্য়ুরে দ্বিতীয় দিনে অনুষ্ঠান ছিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেখানে মেসির সঙ্গে দেখা করলেন ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকর। কথা বললেন, একে অপরকে নিজেদের নাম লেখা জার্সিও উপহার দিলেন। মেসির হাসি মুখ দেখা গেল মুম্বইয়ে। পায়ে বলের ম্যাজিক দেখালেন। আর এই সব কিছু আরও একবার প্রশ্ন তুলে দিল, বাকি শহর পারলে, কলকাতা কেন মেসির অনুষ্ঠানের সু-ব্যবস্থাপনা করতে পারল না?
Latest Videos
