AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kali Puja Liquor Sale: দীপাবলিতে ১১ কোটির মদ বিক্রি!

Kali Puja Liquor Sale: দীপাবলিতে ১১ কোটির মদ বিক্রি!

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Nov 15, 2023 | 2:19 PM

Share

সূত্রের খবর, কালীপুজোতে দেশি মদ ৭২ হাজার লিটার, বিদেশি মদ ৩৩ হাজার লিটার বিক্রি হয়েছে। বিয়ার ২৫ হাজার লিটার বিক্রি হয়েছে। 'আবগারি দপ্তরের জেলার এক আধিকারিক বলেন, দু'দিন জেলায় মোট ১০ কোটি ৭২ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে।

শারদ উৎসব কেটেছে সদ্য তার জেরে সূরা প্রেমীদের থেকে বিপুলসংখ্যক লাভের মুখ দেখেছে রাজ্য। মাঝে মাত্র কয়েকটা দিন অতিবাহিত হওয়ার পর আবারো লক্ষী এলো ভান্ডারে। টানা ছুটিতে পর্যটকদের ভিড়ে গমগম করছে দীঘা। পাশাপাশি দীপাবলী উৎসবের জেরে যুব সমাজ প্রায় সূরা প্রেমের মত্ত। অন হোক বা অফ সব জায়গায়তেই বিপুল ভীড় লক্ষ্যে করা গেছে। মূলত এই দুই কারণে আবগারি দপ্তর বিপুল টাকার রাজস্ব আদায় করেছে দপ্তর।

সূত্রের খবর গত রবিবার দেশি মদ ৭২ হাজার লিটার। বিদেশি মদ ৩৩ হাজার লিটার । বিয়ার ২৫ হাজার লিটার বিক্রি হয়েছে। আবার দেশির দাপটে প্রচুর চোলাই ঠেক মার খেয়েছে। সেই চোলাইয়ের দাপটে দেশি মদের বিক্রি মার খাচ্ছিল। দেশি মদের বিক্রি বাড়াতে চোলাইয়ের ঠেকে হানা দেন আবগারি আধিকারিক রা।।

‘আবগারি দপ্তরের জেলার এক আধিকারিক বলেন, দু’দিন জেলায় মোট ১০ কোটি ৭২ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। দেওয়ালি উৎসব এবং দীঘার পর্যটক সমাগম ভালো হওয়ার কারণে দু’দিনে ভালো বিক্রি হয়েছে।’

প্রসঙ্গত, কালীপুজো ও দীপাবলী উপলক্ষ্যে দু’দিনে পূর্ব মেদিনীপুরে ১০ কোটি ৭২ লক্ষ টাকার মদ বিক্রি হল বলেই দপ্তর সূত্রে খবর। ১২ নভেম্বর পুজোর দিন ৫ কোটি ৫৪ লক্ষ টাকা এবং পরদিন আরও ৫কোটি ১৮ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। অর্থাৎ ৪৮ ঘণ্টায় ১০ কোটি ৭২ লক্ষ টাকার মদ বিক্রি করে দেওয়ালিতেও বিক্রির নিরিখে শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম পূর্ব মেদিনীপুর।