Viral Video: জলতেষ্টায় কাতর ছোট্ট চড়াই, পথিকের হাত থেকেই খেল জল
ভিডিয়োয় দেখা যাচ্ছে,একটি চড়ুই রাস্তায় তৃষ্ণার্ত অবস্থায় বসে রয়েছে।এক ব্যক্তি জলের বোতলের ঢাকনায় জল নিয়ে চড়ুইয়ের ঠোঁটের কাছে নিয়ে গেলেন।চড়ুইটি তা বুঝতে পেরেই ঠোঁট দু’টি খুলে হা করল
একটি ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে,যেখানে একটি ছোট্ট চড়ুই পাখিকে জলের তেষ্টায় রাস্তায় বসে থাকতে দেখা যাচ্ছে।তার অবস্থা এতটাই খারাপ হয়ে পড়েছে যে, ওড়ার ক্ষমতাটুকুও নেই।ভিডিয়োয় দেখা যাচ্ছে,একটি চড়ুই রাস্তায় তৃষ্ণার্ত অবস্থায় বসে রয়েছে।এক ব্যক্তি জলের বোতলের ঢাকনায় জল নিয়ে চড়ুইয়ের ঠোঁটের কাছে নিয়ে গেলেন।চড়ুইটি তা বুঝতে পেরেই ঠোঁট দু’টি খুলে হা করল।সেই ব্য়ক্তিটি কয়েক ফোঁটা জল তার মুখে ঢেলে দিতেই সে উঠে দাঁড়াল।কিন্তু তাতেও তার তৃষ্ণা মেটেনি।তৃষ্ণায় অস্থির হয়ে থাকা পাখিটি নিজে থেকেই জলে চুমুক দিতে শুরু করে।আইএফএস সুশান্ত নন্দা টুইটারে এই ভিডিয়োটি শেয়ার করেছেন।কেউ বলেছেন,’যত গরম বাড়বে ততই ওদের আরও বেশি কষ্ট হবে, জলের জন্য়’।
Latest Videos