Hooghly News: হাল ফেরাতে রাস্তায় গুঁড়ি!

Hooghly News: হাল ফেরাতে রাস্তায় গুঁড়ি!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 06, 2023 | 9:15 PM

Arambagh: গ্রামের রাস্তার হাল ফেরাতে গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ মহিলাদের। রাস্তায় ধানের চারা গেড়ে পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ। আরামবাগের পুর এলাকার ঘটনা।

গ্রামের রাস্তার হাল ফেরাতে গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ মহিলাদের। রাস্তায় ধানের চারা গেড়ে পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ। আরামবাগের পুর এলাকার ঘটনা। ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজনৈতিক দলের লোকজন। ভোট মিটে গেছে। কিন্তু তাদের আর দেখা নেই। গ্রামের হাল যা ছিল তাই। বরং আরও অবনতি হয়েছে। কাদা জলে পথ চলাও যাচ্ছে না। তাই গ্রামে ঢোকার একমাত্র রাস্তার অবস্থার অবিলম্বে হাল ফেরাতে রাস্তার উপর কাঠের গুঁড়ি ফেলে, রাস্তা কেটে, ও রাস্তার মধ্যে ধান গাছ পুঁতে পথ অবরোধ করে রাখলেন আরামবাগের কবরপোতা গ্রামের মহিলারা ।

এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করতে গিয়ে পুলিশ ও বিক্ষোভের মুখে পড়ে। প্রায় ১ঘণ্টা বিক্ষোভ চলার পর বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা। বিক্ষোভকারীদের দাবি, প্রশাসনের কাছে বার বার রাস্তার জন্য আবেদন জানালেও সংস্কার করা হয়নি রাস্তার। ফলত সংস্কারের অভাবে ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে আরামবাগের পুড়া থেকে ঘোলপুরা গ্রামে যাওয়ার দেড় কিমি রাস্তা। বর্ষা নামার পর সেই রাস্তার অবস্থা আরও বেহাল হয়ে ওঠে। যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। প্রশাসনিক স্তরে বার বার জানানো হলেও কোনো কাজ হয়নি। আগামী দিনে রাস্তা না হলে আরও বড় আন্দোলন করা হবে বলে হুশিয়ারি দেন গ্রামবাসীরা।

গ্রামের মহিলাদের অভিযোগ, ছেলেরা স্কুলে যেতে পারছেনা।নামাজ পড়তেও মসজিদে যেতে পারছে না গ্রামের মানুষ জন। বিপদের ঝুঁকি নিয়েই কোন রকমে যাতায়াত করছেন তারা। কিন্তু ভোটের সময়ে ভোট দাও। কিন্তু ভোট ফুরালেই তোমার দেখা নেই।রাস্তাও নেই। তাই বাধ্য হয়েই আমরা পথ কেটে পথ অবরোধ করেছি।