Love Insurance: সম্পর্ক ভেঙে গেলেও এবার মিলবে বিমা!

জীবন বিমা, অঙ্গ বিমা ও গাড়ির বিমা সম্বন্ধে শুনেছেন। কিন্তু মন ভাঙা বা হার্টব্রেকের জন্য কোনও বিমার কথা শুনেছেন? সম্পর্ক ভেঙে গেলেও, তার জন্যও বিমা দিয়ে থাকেও বেশ কিছু সংস্থা।

Love Insurance: সম্পর্ক ভেঙে গেলেও এবার মিলবে বিমা!
| Edited By: | Updated on: May 15, 2023 | 2:02 PM

জীবন বিমা, অঙ্গ বিমা ও গাড়ির বিমা সম্বন্ধে শুনেছেন। কিন্তু মন ভাঙা বা হার্টব্রেকের জন্য কোনও বিমার কথা শুনেছেন? সম্পর্ক ভেঙে গেলেও, তার জন্যও বিমা দিয়ে থাকেও বেশ কিছু সংস্থা। ভালবাসা যেমন নিঃশব্দে আসে, সেরকমই কখনও ছোট্ট আঘাতেই একটি সম্পর্ক ভেঙেচুড়ে যেতে পারে। এই বেদনা ভাষায় প্রকাশ করা যায় না অনেক সময়ই। প্রেমিক-প্রেমিকাদের মনের এই ব্যথা বুঝেছে বেশ কিছু সংস্থা। মনের একটু অমিল হলে সম্পর্ক ভাঙতেও বেশিদিন লাগে না। এই আবহে অনেকেই প্রেমে বিশ্বাস হারিয়ে ফেলছে। অনেকে ভাবেন যদি আঘাত সহ্য করতে না পারেন তাহলে কী হবে? তাদের জন্য হার্টব্রেক বিমা নিয়ে এসেছে কিছু সংস্থা। মানুষ এখন সম্পর্কের জড়ানোর সঙ্গে সঙ্গে তাঁদের নিরাপত্তার ব্যবস্থাও করে ফেলেন। কেউ যদি তাঁদের সঙ্গে প্রতারণা করেন এবং তার আঘাত সহ্য করতে না পারে, সেই কথা ভেবে আগেই মন ভাঙার জন্য বিমা করিয়ে নেন। ঠকিয়ে সম্পর্ক থেকে বেরিয়ে গেলে Saphron এবং Pioneer-র মতো সংস্থাগুলি দাবি করতে পারেন পলিসি হোল্ডাররা। MONA হার্টব্রেক ইনস্যুরেন্স এমন একটি বিমা যা কোনও অনুষ্ঠান বাতিল হলে পাবেন পলিসি হোল্ডাররা। যদি কোনও বিয়ে বা বিবাহবার্ষিকী অনুষ্ঠান বাতিল হলে এই বিমার সুবিধা মিলবে। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের কিছু অংশ সঠিকভাবে কাজ করা বন্ধ করে দেয়। এমন পরিস্থিতিতে মানুষ তাদের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গেরও বিমা করেন। যখন সময় আসে, তারা বিমা দাবি করেন এবং বিমার টাকা দিয়ে সেই প্রত্যঙ্গ ঠিক করে নেন। ভারতে অনেক বলিউড তারকা আছেন যাঁরা তাঁদের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের বিমা করিয়েছেন। ব্যাঙ্কের দেউলিয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা পেতে পারেন।

Follow Us: