Erling Haaland in Love: প্রেমের ময়দানে হালান্ড!

Erling Haaland in Love: প্রেমের ময়দানে হালান্ড!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 13, 2023 | 2:41 PM

প্রিমিয়ার লিগে, সব থেকে বেশি গোলের রেকর্ড ছিল অ্য়ালেন শিয়েরার ও অ্যান্ডি কোলের। তাঁদের গোল সংখ্যা ছিল ৩৪টি। কিন্তু এবার আর্লিং হালান্ড সব রেকর্ড ভেঙে দিলেন। গত মরসুমে ম্যানচেস্টার সিটির হয়ে আর্লিং ৩৫ ম্যাচে ৩৬ গোল করেন। তিনি সোনার বুট জেতেন । আর্লিং তাঁর প্রেমের ব্য়াপারে প্রকাশ্যে কিছু বলেননি । তাঁর বান্ধবীর নাম ইসাবেল হাউসেঙ্গ জনসেন।

প্রিমিয়ার লিগে, সব থেকে বেশি গোলের রেকর্ড ছিল অ্য়ালেন শিয়েরার ও অ্যান্ডি কোলের। তাঁদের গোল সংখ্যা ছিল ৩৪টি। কিন্তু এবার আর্লিং হালান্ড সব রেকর্ড ভেঙে দিলেন। গত মরসুমে ম্যানচেস্টার সিটির হয়ে আর্লিং ৩৫ ম্যাচে ৩৬ গোল করেন। তিনি সোনার বুট জেতেন । আর্লিং তাঁর প্রেমের ব্য়াপারে প্রকাশ্যে কিছু বলেননি । তাঁর বান্ধবীর নাম ইসাবেল হাউসেঙ্গ জনসেন। ইসাবেলের বয়স ১৮ বছর। তিনি ফুটবল খেলছেন নরওয়ের একটি ক্লাবে। ইসাবেল ও হালান্ড কিছুদিন হল তাঁরা সম্পর্কে জড়িয়েছেন। তাঁরা একে অপরকে বেশ কিছু বছর ধরে চেনেন। তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কেউ। হালান্ড সোশাল মিডিয়ায় তাঁর বান্ধবীর সঙ্গে ছবি দেওয়া পছন্দ করেন না। সোশাল মিডিয়ায় ইসাবেল তাঁদের অনেক ছবি শেয়ার করেছেন।

Published on: Aug 13, 2023 02:37 PM