Valentines Day 2023: রেস্তোরাঁয় খেতে গিয়ে বিপদে প্রেমিক-প্রেমিকা

Valentines Day 2023: রেস্তোরাঁয় খেতে গিয়ে বিপদে প্রেমিক-প্রেমিকা

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Feb 26, 2023 | 7:19 PM

ভ্যালেন্টাইন্স ডে-তে যুগলে রেস্তোরাঁয় খেতে গিয়ে মহা বিপদে পড়লেন। প্রেমিকার মা এসে দুজনকে হাতেনাতে ধরল। তারপর দুজনকেই বেদম প্রহার। এই টুইটার ভিডিয়োটি ভাইরাল হয়েছে।

ভ্যালেন্টাইন্স ডে-তে যুগলে রেস্তোরাঁয় খেতে গিয়ে মহা বিপদে পড়লেন।প্রেমিকার মা এসে দুজনকে হাতেনাতে ধরল।তারপর দুজনকেই বেদম প্রহার। এই টুইটার ভিডিয়োটি খুব ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা গেল, এক মহিলা তাঁর চপ্পল দিয়ে রেস্তোঁরায় দুজনকে খুব মারছেন।তাঁদের একজন মহিলা, অপরজন পুরুষ।পরক্ষণেই জানা গেল, মেয়ে লুকিয়ে প্রেম করতে এসেছিল।আর তাঁর মা তাঁকে বাড়িতে খুঁজে না পেয়ে বেরিয়ে পড়েন।খুঁজতে-খুঁজতে চলে আসেন রেস্তোরাঁয়।সেখানে এসে দেখেন, প্রেমিকের সঙ্গে প্রেমালাপ চলছে আর তার সঙ্গে খাওয়াদাওয়াও।মা-কে দেখা মাত্রই মেয়েটি থতমত খেয়ে যায়।নিজের আসন থেকে উঠে দাঁড়ায় ছেলেটিও।তারপর মা পা থেকে স্লিপার খুলে তা হাতে তুলে নিতে এক ফোঁটাও দ্বিধা বোধ করেননি।সেই স্লিপার দিয়েই মেয়ে ও তাঁর প্রেমিককে বেদম প্রহার করতে।ছেলেটি ওই মহিলাকে অনেক অনুরোধ করে, যেন মেয়েটিকে না মারা হয়।কিন্তু কে কার কথা শোনে।প্রথমে এই ভিডিয়োটি শেয়ার করেছিলেন আরজ়ু কাজ়মি নামের এক ব্যক্তি।সেখানে এই ভিডিয়োটির ভিউ ৩৪১K ছাপিয়ে গিয়েছিল। তারপর টুইটারে ঘর কে কলেশ নামক পেজ থেকে পুনরায় শেয়ার করা হয়।সেখানেও বহু মানুষ এই ভিডিয়োটি শেয়ার করেছেন।