Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saroj Khan Biopic: নৃত্যগুরুর বায়োপিকে তাঁরই চরিত্রে মাধুরী

Saroj Khan Biopic: নৃত্যগুরুর বায়োপিকে তাঁরই চরিত্রে মাধুরী

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 30, 2023 | 5:37 PM

কোরিওগ্রাফার সরোজ খানের ওপরে বায়োপিক তৈরি হচ্ছে। পরিচালক হনসল মেহতার এই বায়োপিকে সরোজের চরিত্র ফুটিয়ে তুলবেন তাঁরই ছাত্রী মাধুরী দীক্ষিত। ৪ দশকের ফিল্মি কেরিয়ারে বলিউডকে বহু হিট দেন সরোজ খান। জন্মগতভাবে একজন হিন্দু ছিলেন সরোজ।

কোরিওগ্রাফার সরোজ খানের ওপরে বায়োপিক তৈরি হচ্ছে। পরিচালক হনসল মেহতার এই বায়োপিকে সরোজের চরিত্র ফুটিয়ে তুলবেন তাঁরই ছাত্রী মাধুরী দীক্ষিত। ৪ দশকের ফিল্মি কেরিয়ারে বলিউডকে বহু হিট দেন সরোজ খান। জন্মগতভাবে একজন হিন্দু ছিলেন সরোজ। নির্মলা নাগপাল কীভাবে হয়ে উঠলেন সরোজ খান? মাত্র ১৩ বছর বয়সে নাচের গুরু বি সোহনলালকে বিয়ে করেন নির্মলা। তখন সোহনলালের বয়স ৪৩। ১৪ বছর বয়সে প্রথমবার মা হন সরোজ। সরোজ জানতে পারেন সোহনলালের আরও একটি বিয়ে এবং ৪টি সন্তানও রয়েছে। তাঁদের দ্বিতীয় সন্তান জন্মের ৮ মাসের মাথায় সে মারা যায়। এপার সোহনলাল ও সরোজের বিচ্ছেদ ঘটে।

বছর চারেক পর সোহনলাল সরোজের কাছে এসে তাঁর সহকারি হিসেবে কাজ করতে চান। তাঁরা একসঙ্গে কাজ করতে শুরু করেন। এই সময় আবার সরোজ ও সোহনলালের ঘনিষ্ঠতা হয়। সেই ঘনিষ্ঠতায় জন্মায় সরোজের মেয়ে কুকু। কুকু জন্মানোর পর চিরদিনের জন্য নির্মলার জীবন থেকে হারিয়ে যান সোহনলাল। তিনি চলে যান মাদ্রাজে। এরপর আবার স্বামী পরিত্যক্তা নির্মলা সর্দার রোশন খানের প্রেমে পড়েন। পাঠান ব্যবসায়ী রোশন খানকে বিয়ের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন। নির্মলা নাম নেন সরোজ খান। রোশন খানেরও আগে বিয়ে হয়। সন্তানও ছিল রোশন খানের। বিয়ের পর সরোজের সন্তানদের গ্রহণ রোশন খান। তিনি হয়ে ওঠেন সরোজের জীবনের ধ্রুবতারা। কিংবদন্তি এই কোরিওগ্রাফারের হঠাৎ মৃত্যুর আকস্মিকতা নাড়িয়ে দেয় বলিউডকে।