SIR in Bengal: কমিশন রিপোর্ট চাইতেই ম্যাজিক! রাতারাতি ‘মরল’ ভোটার
SIR News: ৭৬০টির বদলে নতুন খতিয়ানে এখানে ১৫৯টি ভোট কেন্দ্রে কোনও ভোটারের মৃত্যু হয়নি। রায়দিঘিতে মৃত্যু শূন্য ভোট কেন্দ্র ৬৬টি, কুলপিতে মৃত্যু শূন্য ভোট কেন্দ্র ৫৮টি, পাথরপ্রতিমায় ২০, মগরাহাটে ১৫। এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে।
কলকাতা: রিপোর্ট তলব করেছিল নির্বাচন কমিশন। আর তারপরেই রাতারাতি ভোটার মরল ১৭২৮ ভোটকেন্দ্রে। শুনতে অবাক লাগলেও আপডেটেড লিস্ট অন্তত তেমনটাই বলছে। ২২০৮ নয়, মৃত ভোটার মেলেনি ৪৮০টি বুথে। হ্যাঁ, রাতারাতি বদলে গিয়েছে এই তথ্যই। তবে মৃত্যু শূন্য ভোট কেন্দ্র সবথেকে বেশি দক্ষিণ ২৪ পরগনায়। ৭৬০টির বদলে নতুন খতিয়ানে এখানে ১৫৯টি ভোট কেন্দ্রে কোনও ভোটারের মৃত্যু হয়নি। রায়দিঘিতে মৃত্যু শূন্য ভোট কেন্দ্র ৬৬টি, কুলপিতে মৃত্যু শূন্য ভোট কেন্দ্র ৫৮টি, পাথরপ্রতিমায় ২০, মগরাহাটে ১৫। এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে।
Latest Videos

