GSDP in India: উন্নয়নের সামনের সারিতে কোন রাজ্য?
ভারতের বিভিন্ন রাজ্যের উন্নয়ন ও সম্পদ প্রতিবছর মূল্যায়ন করা হয়। দেশের রাজ্য গুলির আর্থিক সম্পদের হিসাব হয় জিডিপির নিরিখে। দেখে নিন ভারতের সেরা সম্পদশালী রাজ্যগুলির নাম। ২০২০ ২১ জিএসডিপি অনুযায়ী একটি তালিকা তৈরি হয়েছে। তালিকার শীর্ষে মহারাষ্ট্র।
ভারতের বিভিন্ন রাজ্যের উন্নয়ন ও সম্পদ প্রতিবছর মূল্যায়ন করা হয়। দেশের রাজ্য গুলির আর্থিক সম্পদের হিসাব হয় জিডিপির নিরিখে। দেখে নিন ভারতের সেরা সম্পদশালী রাজ্যগুলির নাম। ২০২০ ২১ জিএসডিপি অনুযায়ী একটি তালিকা তৈরি হয়েছে। তালিকার শীর্ষে মহারাষ্ট্র। দেশের অর্থনীতিক রাজধানী মুম্বই এই রাজ্যে।
মহারাষ্ট্রের জিএসডিপি ৪০০ বিলিয়ন মার্কিন ডলার। দক্ষিণের রাজ্য তামিলনাড়ু আছে ২য় স্থানে। ২৬৫.৪৯ বিলিয়ন মার্কিন ডলার তামিলনাড়ুর জিএসডিপি। ৩য় স্থানে আছে গুজরাত। গুজরাতের জিএসডিপি ২৫৯.২৫ বিলিয়ন মার্কিন ডলার। ৪র্থ স্থানে রয়েছে কর্ণাটক। কর্ণাটকের জিএসডিপি ২৪৭.৩৮ বিলিয়ন ডলার। ৫ম স্থানে আছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের জিএসডিপি ২৩৪.৯৬ বিলিয়ন মার্কিন ডলার। ৬ঠ স্থানে আছে রাজস্থান। মরু প্রদেশের জিএসডিপি ১১.৯৮ ট্রিলিয়ন আইএনআর।
Latest Videos