Kolkata-Dhaka Maitri Express: ঈদের সময় বন্ধ মৈত্রী ও মিতালী এক্সপ্রেস!
প্রতিদিনই দুই বাংলার বহু মানুষ মৈত্রী ও মিতালী এক্সপ্রেসে যাতায়াত করে। ঈদের সময় এই ট্রেন দুটির চলাচল বন্ধ থাকবে। একদিন নয়, প্রায় এক সপ্তাহ এই দুটি ট্রেন চলাচল বন্ধ থাকবে।
প্রতিদিনই দুই বাংলার বহু মানুষ মৈত্রী ও মিতালী এক্সপ্রেসে যাতায়াত করে। ঈদের সময় এই ট্রেন দুটির চলাচল বন্ধ থাকবে। একদিন নয়, প্রায় এক সপ্তাহ এই দুটি ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঈদ উৎসব উপলক্ষ্যে ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস চলাচল বন্ধ থাকবে আগামী ২০ এপ্রিল থেকে ২৭ এপ্রিল। ঢাকা-শিলিগুড়ি রুটের মিতালী এক্সপ্রেস চলাচল বন্ধ থাকবে আগামী ১৮ এপ্রিল থেকে ২৭ এপ্রিল । কলকাতা-খুলনা রুটের বন্ধন এক্সপ্রেসের চলাচল বন্ধ হচ্ছে না। এটি সাধারণ নিয়ম অনুসারেই চলবে বলে বাংলাদেশ রেলওয়ের তরফে জানানো হয়েছে। ইদের সময়ে যাতে ট্রেনের সময়ানুবর্তিতা বজায় থাকে,সেজন্য মিতালী এক্সপ্রেস ১০ দিন এবং মৈত্রী এক্সপ্রেস ৮দিন বন্ধ রাখার সিদ্ধান্ত । তবে বন্ধন এক্সপ্রেস যথারীতি চলাচল করবে। কেবল কলকাতা বা শিলিগুড়ি-ঢাকা এক্সপ্রেস নয়,ঈদের সময়ে কোনও ইন্টারসিটি ট্রেন চলাচল করবে না । ঢাকাগামী বাংলাদেশের ঈদের ট্রেনেও কিছু পরিবর্তন আনা হয়েছে । ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা,দ্রুতযান,পঞ্চগড়,নীলসাগর,কুড়িগ্রাম,লালমনি ও রংপুর এক্সপ্রেস ঢাকা বিমানবন্দর স্টেশনে থামবে না। ঈদের আগে ২০ এপ্রিল থেকে ২২ পর্যন্ত কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্যান্য সব মালগাড়ি বন্ধ থাকবে। ঈদের ১০ দিন আগে এবং পরের ১০ দিন ট্রেনে সেলুন কার সংযোজন করা হবে না। ঈদের সময়ে মানুষ যাতে নিশ্চিন্তে তাঁর বাড়ি ফিরতে পারেন সেই জন্য বিভিন্ন রুটে ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে।