Malda: মুদি দোকানের সামনে বসে ফর্ম বিলি BLO-র, গ্রামবাসীরা প্রশ্ন করলেই শুরু বচসা
Malda: অভিযোগ, পাচলা বুথের বিএলও মোস্তাদ প্রথম ও দ্বিতীয় দিন মুদিখানার সামনে বসে ফর্ম বিতরণ করেছেন বিএলও মোস্তাদ হোসেন। ফর্ম নিতে সেখানে শতাধিক মানুষ ভিড় জমান। প্রচুর উদ্বিগ্ন ভোটারের ভিড় জমে যাওয়ায় শুরু হয় বিশৃঙ্খলা।
মালদহ: মুদিখানার দোকানের সামনে তৃণমূল কর্মীকে সঙ্গে নিয়ে ফর্ম বিলি করছেন বিএলও। অভিযোগ উঠেছে তেমনই। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে গ্রামবাসীদেরই মোবাইলে তোলা সেই ছবি। অভিযোগ, গ্রামবাসীরা প্রতিবাদ করলে, তাঁদেরও পাল্টা হুমকি দেন বিএলও। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের পাচলা ৩৬ নং বুথে। কমিশনের ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার থেকে শুরু হয়েছে এনুমারেশন ফর্ম বিতরণ প্রক্রিয়া। অভিযোগ, পাচলা বুথের বিএলও মোস্তাদ প্রথম ও দ্বিতীয় দিন মুদিখানার সামনে বসে ফর্ম বিতরণ করেছেন বিএলও মোস্তাদ হোসেন। ফর্ম নিতে সেখানে শতাধিক মানুষ ভিড় জমান। প্রচুর উদ্বিগ্ন ভোটারের ভিড় জমে যাওয়ায় শুরু হয় বিশৃঙ্খলা। কিছু গ্রামবাসী প্রতিবাদ করলে তাঁদের কথায় গুরুত্ব না দিয়ে উলটে হুমকি দেন বিএলও মোস্তাদ হোসেন।
