কবরের মাটি এনে প্রমাণ দিচ্ছেন তাঁরা এদেশেরই লোক!
সালেকের অভিযোগ, সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন তাঁর পুরো পরিবারকে নোটিশ পাঠিয়েছে। শুনানির নামে দিনের পর দিন তাঁদের হয়রানি করা হচ্ছে। ক্ষোভ উগড়ে দিয়ে ওই যুবক বলেন, তাঁরা যে এই দেশেরই মানুষ, তাঁরা যে ভারতীয় তা প্রমাণ করতেই তিনি দাদুর কবরের মাটি সঙ্গে এনেছেন। মালদহের হরিশ্চন্দ্রপুরের ঘটনা।
সালেক নামের এক যুবক সপরিবারে হাজির হন। হাতে ব্যাগ। আর সেই ব্যাগ ভর্তি মাটিতে। কিন্তু কিসের মাটি? জিজ্ঞেস করতেই সালেকের সাফ জবাব, দাদুর কবরের মাটি। সালেকের অভিযোগ, সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন তাঁর পুরো পরিবারকে নোটিশ পাঠিয়েছে। শুনানির নামে দিনের পর দিন তাঁদের হয়রানি করা হচ্ছে। ক্ষোভ উগড়ে দিয়ে ওই যুবক বলেন, তাঁরা যে এই দেশেরই মানুষ, তাঁরা যে ভারতীয় তা প্রমাণ করতেই তিনি দাদুর কবরের মাটি সঙ্গে এনেছেন। মালদহের হরিশ্চন্দ্রপুরের ঘটনা।