5

Malda Migrant Workers death: ট্রেনে রহস্যজনক মৃত্যু

ট্রেনে রহস্যজনক মৃত্যু পরিযায়ী শ্রমিকের।দেহ উদ্ধার হাওড়া স্টেশনে। মালদায় আবার মৃত্যু পরিযায়ী শ্রমিকের। এবার ইংরেজবাজারের শোভানগরে গ্রাম পঞ্চায়েতের পিরপুর গ্রামে। মালদার কালিয়াচকে গতকালই একজনের দেহ এসেছে আবার পিরপুরেও দেহ এসে ঢুকলো আরও এক পরিযায়ী শ্রমিকের।

| Edited By: | Updated on: Sep 13, 2023 | 4:38 PM

ট্রেনে রহস্যজনক মৃত্যু পরিযায়ী শ্রমিকের।দেহ উদ্ধার হাওড়া স্টেশনে। মালদায় আবার মৃত্যু পরিযায়ী শ্রমিকের। এবার ইংরেজবাজারের শোভানগরে গ্রাম পঞ্চায়েতের পিরপুর গ্রামে। মালদার কালিয়াচকে গতকালই একজনের দেহ এসেছে আবার পিরপুরেও দেহ এসে ঢুকলো আরও এক পরিযায়ী শ্রমিকের। তবে এই মৃত্যু রহস্যজনক।মৃত আসগার মোমিন গত তিন মাস আগে ব্যাঙ্গালোরে টাওয়ারের কাজে গিয়েছিলেন। বাড়ি ফিরছিলেন। ট্রেনে ওঠার সময় একবার কথা হয়েছিল। পরে বাড়ি থেকে বারবার ফোন করা হলেও ফোন ধরেনি। তারপর আর কথা হয়নি। গতকাল হাওড়া স্টেশনে তার মৃতদেহ পাওয়া যায়। সেখান থেকে পুলিশ তাঁদের ফোন করে জানিয়েছে ট্রেনেই মারা গেছে। মৃত আসগার মোমিনের বয়স আনুমানিক ৩৪ বছর। পরিবারে রয়েছে মা-বাবা বোন ও ছোট ছোট দুই ছেলে। অথৈয় জলে গোটা পরিবার। পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য প্রতিনিধি ফেকু মোমিন, শোভানগর অঞ্চল উপ প্রধান মজিবর রহমান,অঞ্চল তৃণমূল সভাপতি উমর ফারুক সহ পরিবারের লোকজন সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। তবে মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য।

Follow Us: