Malda News: রাস্তা চেয়ে নেতার পায়ে গ্রামবাসী
Malda News: মালদা- বামোনগোলার মালডাঙা গ্রামে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী। রাস্তার জন্যে তাঁর পায়ে পড়ে গেলেন বৃদ্ধ গ্রামবাসী। দাবি আজকেই রাস্তার উদবোধন হোক। ঘটনার দুদিন পরে গ্রামে হাজির হন আব্দুর রহিম বক্সী।
মালদা- বামোনগোলার মালডাঙা গ্রামে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী। রাস্তার জন্যে তাঁর পায়ে পড়ে গেলেন বৃদ্ধ গ্রামবাসী। দাবি আজকেই রাস্তার উদবোধন হোক। ঘটনার দুদিন পরে গ্রামে হাজির হন আব্দুর রহিম বক্সী।
সঙ্গে ছিলেন বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক সরকার, মালদা জেলা পরিষদের কর্মদক্ষ পূর্ণিমা বারুই দাস সহ অন্যান্য নেতৃত্ব। মামনীর পরিবারের সঙ্গেও দ্যাখা করেন তাঁরা। তাঁর সামনে প্রত্যাশা ন৮য়ে হাজির হন অনেকে। পায়ে পড়ে যান এক বৃদ্ধ গ্রামবাসী। আব্দুর রহিম বক্সী বলেন,মালদা জেলার বামনগোলা ব্লকে মালডাঙ্গা গ্রামে মামনি রায়, নামে এক গৃহবধূ মারা গিয়েছে খুব দুঃখজনক ব্যাপার।কিন্তু রাস্তা খারাপ সেটা আমরা দেখলাম এই নিয়ে প্রশাসনের সঙ্গে কথা হয়েছে খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হয়ে যাবে আগামীতে এরকম কোন ঘটনা না ঘটে সেই দিকে নজর থাকবে।