Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda Bomb Recovered: বেওয়ারিশ ব্যাগে থাক থাক তাজা বোমা, মালদার ঘটনায় অবাক বম্ব স্কোয়াডও

Malda Bomb Recovered: বেওয়ারিশ ব্যাগে থাক থাক তাজা বোমা, মালদার ঘটনায় অবাক বম্ব স্কোয়াডও

আসাদ মল্লিক

|

Updated on: Dec 07, 2022 | 5:31 PM

Bomb Recoverey: প্রসঙ্গত, গত ১৭ জুলাই এই রাজনগর বা গোপালপুর পঞ্চায়েত এলাকাতেই বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয় ৪ তৃণমূল কর্মীর।

মালদা: পঞ্চায়েত নির্বাচনের আগে বাংলা যেন বারুদের স্তূপে। আগ্নেয়াস্ত্র থেকে বোমা-গুলি, একের পর এক বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আতঙ্কিত মানুষ। মালদহের মানিকচকে উদ্ধার হল বোমা। পরিত্যক্ত দুই ব্যাগে ভর্তি বোমা। সূত্রের খবর, আমবাগানের মধ্যে রাখা ছিল দুইটি ব্যাগ। ঘটনাস্থলে পুলিশবাহিনী ও বম্ব স্কোয়াড পৌঁছেছে বলে খবর।

আমবাগানে আম গাছের নীচে পড়ে দুই ব্যাগ। বেওয়ারিশ ব্যাগ দেখে তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন স্থানীয়রা। এরপরই পুলিশ এসে ঘিরে ফেলে গোটা এলাকা। বম্ব স্কোয়াড এসে ব্যাগ থেকে উদ্ধার করে ৭টি তাজা বোমা। সূত্রের খবর, বিস্ফোরক নিষ্ক্রিয় করেছে বম্ব স্কোয়াড। কারা মজুত করল বোমা? উঠছে প্রশ্ন।

প্রসঙ্গত, গত ১৭ জুলাই এই রাজনগর বা গোপালপুর পঞ্চায়েত এলাকাতেই বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয় ৪ তৃণমূল কর্মীর। তৃণমূলের গোষ্ঠীকোন্দল যেখানে নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত, সেখানে এ ধরনের তাজা বোমা মজুতের ঘটনায় চাঞ্চল্য মানিকচকে।

Published on: Dec 07, 2022 05:31 PM