‘নিজেদের দুর্নীতি ঢাকতেই বিজেপিতে’, রাজীব-শুভেন্দুকে এক সুরে বিঁধলেন মমতা
মা সন্তানকে বহু যত্নে বড় করেন। সেই সন্তান মায়ের বিপদে যদি পাশে না দাঁড়ায় তা হলে সে তো কু-সন্তান।
দুষ্ট গরুর দরকার নেই। বরং গোয়াল শূন্য থাকাই ভাল। মঙ্গলবার কালনার জনসভা থেকে দলত্যাগীদের উদ্দেশে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি ঢাকতেই এই দলবদল, এদিনও সে কথাই বললেন মমতা। একইসঙ্গে তাঁর গলায় ধরা পড়ল অভিমানও, মা সন্তানকে বহু যত্নে বড় করেন। সেই সন্তান মায়ের বিপদে যদি পাশে না দাঁড়ায় তা হলে সে তো কু-সন্তান।শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়রা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর থেকেই বিভিন্ন সভায় ‘দল বদল’ নিয়ে সুর চড়ান মমতা।
Published on: Feb 09, 2021 04:57 PM
Latest Videos