একটি নয়, দুটি থানায় এফআইআর করলেন মমতা
শেক্সপীয়র সরণি থানা ও বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। দেশের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এভাবে অভিযোগ দায়ের করছেন মুখ্যমন্ত্রী, সাম্প্রতিক ইতিহাসে গোটা দেশে এমন ঘটনা বেনজির বলেই মনে করছেন অনেকেই।
বৃহস্পতিবার দিনভর এক নাটকীয় পরিস্থিতির সাক্ষী হয়েছে রাজ্যবাসী। ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অফিসে যখন ইডি তল্লাশি চালাচ্ছে, তখন সেখানে হাজির হয়ে যান খোদ মুখ্যমন্ত্রী। দীর্ঘক্ষণ সেখানেই উপস্থিত ছিলেন তিনি। এবার থানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেক্সপীয়র সরণি থানা ও বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। দেশের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এভাবে অভিযোগ দায়ের করছেন মুখ্যমন্ত্রী, সাম্প্রতিক ইতিহাসে গোটা দেশে এমন ঘটনা বেনজির বলেই মনে করছেন অনেকেই।

