Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kabir Suman Health Update: হাসপাতালে মুখ্যমন্ত্রী পৌঁছতেই কী বায়না জুড়লেন সুমন?

Kabir Suman Health Update: হাসপাতালে মুখ্যমন্ত্রী পৌঁছতেই কী বায়না জুড়লেন সুমন?

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Feb 01, 2024 | 8:47 PM

গুরুতর অসুস্থ হয়ে গত সোমবার মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল ‘গানওয়ালা’ কবীর সুমনকে। হাসপাতাল সূত্রে খবর, আগের থেকে অনেকটাই ভাল আছেন তিনি। হৃদপিন্ডের রক্ত সঞ্চালন করার ক্ষমতা বেড়েছে গায়কের। স্বাভাবিক খাওয়াদাওয়াও করছেন। বাইরে থেকে অক্সিজেন সরবরাহ করতে হচ্ছে না বুধবার বিকেল থেকেই।

বাড়ি ছাড়ছেন প্রিয়াঙ্কা-নিক
লস এঞ্জেলেসের যে স্বপ্নের বাড়িতে বসবাস করতেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস, এখন সেই বাড়ি হয়ে উঠল বসবাসের অযোগ্য। জল লিক হয় প্রপার্টি ড্যামেজ হওয়ায় কারণে বাড়ে সমস্যা। বাড়ি বিক্রেতার সঙ্গে বহুদিন ধরে এই নিয়ে চলছিল আইনি লড়াই। বর্তমানে বাড়ির পরিস্থিতি স্বাস্থের জন্য ক্ষতিকারক হয়ে ওঠায় জুটি ঠিকানা বদল করছেন বলেই খবর।

অন্য লুকে রণবীর
ভিলেন লুক ইতি। রণবীর কাপুরের অ্যানিম্যাল-লুক দীর্ঘ চর্চায় থাকার পর এবার ছক ভাঙলেন অভিনেতা। ফিরে গেলেন ‘বরফি’ ছবির স্মৃতিতে। ‘বরফি’ কিংবা ‘জগ্গা জাসুস’ ছবিতে যে লুকে ধরা দিয়েছিলেন, সেই ইনোসেন্ট লুকে এবার সামনে এলেন রণবীর। নেটিজ়েনদের ঠোঁটে ফিরল ‘চকোলেট বয়’ ট্যাগ। উঠছে প্রশ্ন, এটা কি আগামী ছবি ‘রামায়ণ’-এ রামের লুক?

অরিজিৎকে জমি
তাঁর জন্মভূমি মুর্শিদাবাদের ছোট্ট শহর জিয়াগঞ্জে স্কুল তৈরি করবেন গায়ক অরিজিৎ সিং। তৈরি করবেন হাসপাতালও। বহরমপুরে একটি প্রশাসনিক সভায় মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে, সেই স্কুল-হাসপাতাল নির্মাণের জন্য অরিজিৎকে জমিদান করবেন তিনি। মুখ্য়মন্ত্রী বলেছেন, “অরিজিৎ অনেক ভাল কাজ করছে। ও জেলার গর্ব। আমি ওর জমি অ্যাপ্রুভ করে দিয়েছি। ওই জমিতে অরিজিৎ স্কুল করবে, হাসপাতাল করবে। আরও অনেক কিছু তৈরি করবে ও।”

অস্বস্তিতে রবিনা
রবিনা টন্ডন মুম্বই মেট্রো স্টেশনে পা রাখতেই বড় সমস্যার সম্মুখীন হলেন। নিত্যযাত্রীর ভিড় ঘিরে ধরে তাঁকে। পরিস্থিতি হাতের বাইরে যেতে স্টেশন থেকে বেরিয়ে যেতে বাধ্য হন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজ়েনদের মত, মুখ ঢেকে আসা উচিত ছিল। কেউ আবার সাধারণের উদ্দেশে বললেন, সেলেবদের পিছনে না-ঘুরে নিজেরা কাজ করুক।

কাজের সুযোগ পেলেন অঙ্কিতা
বিগ বসের বাড়ি থেকে বেরিয়েই ছবিতে কাজের সুযোগ পেলেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। সেই ছবিতে তাঁর নায়কের ভূমিকায় রণদীপ হুডা। ইনস্টাগ্রামে একটি পোস্টের সাহায্যে সেই সুখবরই জানিয়েছেন অঙ্কিতা। বলেছেন, রণদীপের সঙ্গে ‘স্বতন্ত্র বীর সাভারকর’ ছবিতে অভিনয় করবেন তিনি।

কী করলেন শান?
সম্প্রতি শানের উপর খুব রেগে গিয়েছেন তাঁর স্ত্রী রাধিকা। একটি স্টুডিয়োতে ছবি তুলতে গিয়েছিলেন শান এবং রাধিকা। সেখানে ফটোগ্রাফার তাঁকে ইশারায় রাধিকার কাঁধে হাত দিয়ে পোজ় দেওয়ার কথা বলেন। শান বুঝতেই পারেন না সেই ইশারা। নিজের কাঁধে হাত দিয়ে ছবি তোলার পোজ় দেন। স্ত্রী তাঁর দিকে কটমট করে তাকিয়ে বেরিয়ে যান। আসলে এটি একটি মজার রিল। নেটিজ়েনদের কেউ-কেউ শানের সারল্যে মুগ্ধ।

কেমন আছেন কবীর সুমন?
গুরুতর অসুস্থ হয়ে গত সোমবার মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল ‘গানওয়ালা’ কবীর সুমনকে। হাসপাতাল সূত্রে খবর, আগের থেকে অনেকটাই ভাল আছেন তিনি। হৃদপিন্ডের রক্ত সঞ্চালন করার ক্ষমতা বেড়েছে গায়কের। স্বাভাবিক খাওয়াদাওয়াও করছেন। বাইরে থেকে অক্সিজেন সরবরাহ করতে হচ্ছে না বুধবার বিকেল থেকেই।

হাসপাতালে গেলেন মমতা
ঘড়ির কাটায় তখন সাড়ে চারটে। আচমকাই কবীর সুমনকে দেখতে বৃহস্পতিবার, ১ জানুয়ারি, বিকেলে মেডিক্যাল কলেজে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখামাত্রই ‘কিটক্যাট’ খাওয়ার বায়না ধরেন সুমন। এমনকি বাড়ি যাওয়ারও আবদার করেন ‘গানওয়ালা’। চকোলেট আনিয়ে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় গায়ককে আরও ১০ দিন হাসপাতালে থাকার পরামর্শ দিতে দেখা যায় মমতাকে।

সোহিনীকে আজও ভালবাসেন রণজয়
সোহিনী সেনগুপ্তের সঙ্গে বছর দেড়েক আগেই বিচ্ছেদ হয়ে গিয়েছিল অভিনেতা রণজয় বিষ্ণুর। এই মুহূর্তে গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণজয় বলেন, “সোহিনীকে সত্যিই ভালবাসি। মন থেকে চাই, শোভনের সঙ্গে ভাল থাকুক।”