Sundarbans News: বিপদ বাড়়ছে সুন্দরবনে
প্রাকৃতিক বিপর্যয় থেকে সুন্দরবনকে বারে বারে রক্ষা করেছে ম্যানগ্রোভের বাদাবন। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিবছর ম্যানগ্রোভ রোপনের কর্মসূচিও নেওয়া হয়েছে। সেই ম্যানগ্রোভ নির্বিচারে ধ্বংস করে চলছে বেআইনী মেছোভেড়ি ও কংক্রিটের নির্মাণ।
প্রাকৃতিক বিপর্যয় থেকে সুন্দরবনকে বারে বারে রক্ষা করেছে ম্যানগ্রোভের বাদাবন। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিবছর ম্যানগ্রোভ রোপনের কর্মসূচিও নেওয়া হয়েছে। সেই ম্যানগ্রোভ নির্বিচারে ধ্বংস করে চলছে বেআইনী মেছোভেড়ি ও কংক্রিটের নির্মাণ। দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘির নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দমকল খেয়াঘাট সংলগ্ন বিস্তৃর্ণ এলাকাজুড়ে মণি নদীর উপকূলের ম্যানগ্রোভ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শাসকদলের মদতপুষ্ট একশ্রেণির মাফিয়া এই কাজ চালিয়ে যাচ্ছে। এমনকি বন সুরক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের একাংশ জড়িত এই ম্যানগ্রোভ নিধনে। এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে ইতিমধ্যে মথুরাপুর ২ নম্বর ব্লকের বিডিও ও বনদপ্তরে অভিযোগ করা হয়েছে। মথুরাপুর ২ নম্বর ব্লকের বিডিও নাজির হোসেন ম্যানগ্রোভ চুরির ঘটনা স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, আমরা অভিযোগ পাওয়ার পর বনদপ্তরকে নির্দেশ দিয়েছিলাম। কিছু কাঠ বাজেয়াপ্ত হয়েছে। এই ঘটনায় শাসকদলের নেতাদের মদতের অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। ম্যানগ্রোভ চুরি আটকাতে পরিবেশ আদালতের দারস্থ হয়েছে বিজেপি। তবে স্থানীয় তৃণমূল নেতা তথা মথুরাপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ভূষণ ভাণ্ডারী বিজেপির তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, কোন গাছ কাটা হয়নি। তৃণমূল ম্যানগ্রোভ রক্ষার পক্ষে।