Matua Protest SIR: মতুয়াদের প্রতিবাদ মঞ্চে যাবেন অধীর: সূত্র
SIR in Bengal: আর এই আবহেই প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর কাছে সমর্থন চেয়ে দ্বারস্থ হন মতুয়াদের একটি প্রতিনিধি দল। অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন অধীর। সূত্রের খবর, এবার এই অসুস্থ প্রতিবাদীদের মতুয়াদের দেখতে আসতে পারেন অধীর চৌধুরী।
ঠাকুরনগর: রাজ্যে ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের বিরুদ্ধে আমরণ অনশনে বসেছে রাজ্যসভা সাংসদ মমতাবালা ঠাকুরের মতুয়া অনুগামীরা। ইতিমধ্যেই এই অনশনের জেরে অসুস্থ হয়ে পড়েছেন ১১ জন। অনশনের জেরে গুরুতর ভাবে অসুস্থ নদিয়ার বাসিন্দা নিতাই মণ্ডল। সোমবার তাঁর সঙ্গে দেখা করতে যান মমতাবালা ঠাকুর।
আর এই আবহেই প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর কাছে সমর্থন চেয়ে দ্বারস্থ হন মতুয়াদের একটি প্রতিনিধি দল। অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন অধীর। সূত্রের খবর, এবার এই অসুস্থ প্রতিবাদীদের মতুয়াদের দেখতে আসতে পারেন অধীর চৌধুরী।
Published on: Nov 10, 2025 08:47 PM
