AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

'বাংলায় রক্তক্ষয়ী বিপ্লব হবে', রীতিমতো হুঁশিয়ারি!

‘বাংলায় রক্তক্ষয়ী বিপ্লব হবে’, রীতিমতো হুঁশিয়ারি!

তন্নিষ্ঠা ভাণ্ডারী

|

Updated on: Dec 20, 2025 | 1:26 PM

Share

এই ইস্যুতে রাজনৈতিক চাপান-উতোরও শুরু হয়েছে। মতুয়া সংগঠনের তরফ থেকে রীতিমতো হুঁশিয়ারির সুরে বলা হচ্ছে, নাম তুলতেই হবে। মতুয়া সংগঠনের প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, "নাম আমাদের উঠবেই। নাম না উঠলে বাংলায় রক্তক্ষয়ী বিপ্লব হবে।" কিন্তু তৃণমূলের দাবি, আসলে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।

এসআইআর প্রক্রিয়ার প্রথম ধাপ শেষ। তারপরও সংশয়ে রয়েছেন মতুয়ারা। তাঁদের নাম ভোটার লিস্টে জায়গা পাবে তো? বুঝে উঠতে পারছেন না। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সভা থেকে সেই মতুয়াদের বার্তা দিতে পারেন বলে অনুমান করা হচ্ছে।

এই ইস্যুতে রাজনৈতিক চাপান-উতোরও শুরু হয়েছে। মতুয়া সংগঠনের তরফ থেকে রীতিমতো হুঁশিয়ারির সুরে বলা হচ্ছে, নাম তুলতেই হবে। মতুয়া সংগঠনের প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, “নাম আমাদের উঠবেই। নাম না উঠলে বাংলায় রক্তক্ষয়ী বিপ্লব হবে।” কিন্তু তৃণমূলের দাবি, আসলে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।