Mausam Noor: সব ঠিকঠাক চলার পরও হঠাৎ কেন দল ছাড়লেন মৌসম?
প্রায় সাত বছর পর ঠিক বিধানসভা ভোটের আগে আবারও নিজের ঘরে মৌসম। তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে যোগদান করলেন মৌসম। কয়েকদিন আগেই মৌসমকে মালদহের কো-অর্ডিনেটরের (হবিবপুর-সুজাপুর) দায়িত্ব দিয়েছিল তৃণমূল। এমনকী,তিনি ছিলেন রাজ্যসভার সাংসদও। তবে সব অব্যাহতি দিয়ে ফের ‘ঘরে’ ফিরলেন ঘরের মেয়ে।
২০১৯-এর লোকসভা নির্বাচনের সময় কংগ্রেস ছেড়েছিলেন মৌসম বেনজির নূর। যোগ দিয়েছিলেন তৃণমূলে। প্রায় সাত বছর পর ঠিক বিধানসভা ভোটের আগে আবারও নিজের ঘরে মৌসম। তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে যোগদান করলেন মৌসম। কয়েকদিন আগেই মৌসমকে মালদহের কো-অর্ডিনেটরের (হবিবপুর-সুজাপুর) দায়িত্ব দিয়েছিল তৃণমূল। এমনকী,তিনি ছিলেন রাজ্যসভার সাংসদও। তবে সব অব্যাহতি দিয়ে ফের ‘ঘরে’ ফিরলেন ঘরের মেয়ে।
Published on: Jan 03, 2026 08:47 PM
Latest Videos
ফের তপ্ত ভাঙড়, মমতা-অভিষেকের বার্তা তৃণমূল নেতাদের কানে যাচ্ছে না?
ISL করতে অবশেষে নড়েচড়ে বসল AIFF
মমতাকে নন্দীগ্রামে দাঁড়ানোর চ্যালেঞ্জ শুভেন্দুর, কী বলছেন শশী পাঁজা?
ভোট লুঠ হয় বুথের ভেতরে, বাইরে বাহিনী দর্শকের ভূমিকায় থাকে: দিলীপ ঘোষ

