AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MD Shami wants to marry Katrina Kaif: ক্যাটরিনাকে বিয়ে করতে চান সামি!

MD Shami wants to marry Katrina Kaif: ক্যাটরিনাকে বিয়ে করতে চান সামি!

আসাদ মল্লিক

|

Updated on: May 13, 2023 | 6:36 PM

Share

Md Shami: ক্রিকেটার মহম্মদ সামির সঙ্গে ক্যাটরিনা কাইফের সম্পর্কের অভিযোগ এনেছেন সামির স্ত্রী। হাসিন জাহানের সঙ্গে মহম্মদ সামির আলাপ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগে থেকে।

ক্রিকেটার মহম্মদ সামির সঙ্গে ক্যাটরিনা কাইফের সম্পর্কের অভিযোগ এনেছেন সামির স্ত্রী। হাসিন জাহানের সঙ্গে মহম্মদ সামির আলাপ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগে থেকে। ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সে খেলেন সামি। সেই সময়ে দু’জনের পরিচয় এরপর বাগদানও সেরে নেন হাসিন সামি । হাসিনের অভিযোগ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পরই বদলে যান সামি। সম্প্রতি মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহান সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন । স্বামীর বিরুদ্ধে বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কের অভিযোগ করেন হাসিন । হাসিনের অভিযোগ সামি নাকি যৌনকর্মীদের সঙ্গে শারীরিক সম্পর্কেও ছিলেন। হাসিনের মতে সামি ক্যাটরিনা কাইফকে বিয়ে করার স্বপ্ন দেখতেন । এক সাক্ষাৎকারে হাসিন জানান সামি নাকি তাঁকে বলেন, “বেঙ্গালুরুতে রিহ্যাবের থাকাকালীন ক্যাটরিনা কাইফ তাঁর জন্য লিফটে অপেক্ষা করেন, তখন সামি সবে ভারতীয় দলে ঢুকেছেন, আন্তর্জাতিক ক্রিকেট স্টারের আর কলকাতার মডেলের সঙ্গে থাকার আগ্রহ ছিল না”। পাশে হাসিন থাকলেও সামির হৃদয়ে ক্যাট-সুন্দরীর আনাগোনা ছিল। হাসিনের আক্ষেপ হরভজন গীতা বসরা বা বিরাট অনুস্কাকে দেখে সামিরও বলিউডি নায়িকাকে বিয়ে করার সাধ হয়।