ওষুধের ফেরিওয়ালা মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা যখন তৈরি করেছেন টিম

হাসপাতাল, ডাক্তারের চেম্বার সব জায়গাতেই দেখা যায়। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। করোনার সময়ও দেখা গিয়েছে। এঁদের কাছেই থাকে নতুন-নতুন জীবনদায়ী থেকে শুরু করে সব রকম ওষুধের সুলুক সন্ধান।

ওষুধের ফেরিওয়ালা মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা যখন তৈরি করেছেন টিম
| Edited By: | Updated on: Jun 26, 2021 | 5:55 PM

বাইকে করে কাঁধে ব্যাগ নিয়ে অফিশিয়াল ড্রেসে ডাক্তারবাবুদের ভিজ়িট করেন, হাসপাতাল ভিজিট করেন। নতুন ওষুধের সন্ধান দেন।
স্যুটেড-বুটেড সঙ্গে বাইক আর ব্যাগ। হাসপাতাল, ডাক্তারের চেম্বার সব জায়গাতেই দেখা যায়। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। করোনার সময়ও দেখা গিয়েছে। এঁদের কাছেই থাকে নতুন-নতুন জীবনদায়ী থেকে শুরু করে সব রকম ওষুধের সুলুক সন্ধান। করোনার সময় করোনার ওষুধ চেনাতে হয়েছে ডাক্তারবাবুদের। দেখাতে হয়েছে তার গুণাগুণ। তবুও তাঁরা নাকি করোনা যোদ্ধা নন। অতিমারী পরিস্থিতিতে এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ভাইরাই একটা টিম তৈরি করেছেন। বেলেঘাটা অঞ্চলের সবাইকে দেখভালের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। এক দিকে, কর্মক্ষেত্রের প্রতিদিনের কাজ জারি রয়েছে। সঙ্গে ২৪ ঘণ্টা দিনে হোক বা রাত-বিরেতে, বিপদে-আপদে অন্যের পাশে। বাড়ির লোক চিন্তা করলেও কিছু করার নেই। টিমের মধ্যে কেউ-কেউ করোনা আক্রান্ত হলেও কিছু করার নেই। এবার ডাক্তারখানা বা হাসপাতালে, আশেপাশে স্যুটেড-বুটেড আর সঙ্গে বাইক, কাঁধে ব্যাগ। এরকম যাঁদের দেখবেন, মনে বিরক্তি আর আসবে কি?

Follow Us: