Medinipur: ৭ বছর কোমায়, মৃত্যু এল কাছে, বিচার এল না... চলে গেলেন বিজেপি নেতা

Medinipur: ৭ বছর কোমায়, মৃত্যু এল কাছে, বিচার এল না… চলে গেলেন বিজেপি নেতা

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Nov 12, 2024 | 7:12 PM

২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূলের দুষ্কৃতীরা মাথায় কুঠার দিয়ে আঘাত করে ওই ব্যক্তির। তারপর থেকেই তিনি কোমায় ছিলেন সুজিত ঘোষ। ৭ বছর পর সোমবার তাঁর মৃত্য়ু হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে

মেদিনীপুর: মেদিনীপুর শহর সংলগ্ন কালগাং এলাকায় শোকের ছায়া। বিজেপির কর্মী সুজিত ঘোষের মৃত্য়ুতে শোকাহত গোটা এলাকা। ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূলের দুষ্কৃতীরা মাথায় কুঠার দিয়ে আঘাত করে ওই ব্যক্তির। তারপর থেকেই তিনি কোমায় ছিলেন সুজিত ঘোষ। ৭ বছর পর সোমবার তাঁর মৃত্য়ু হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। মেদিনীপুরের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের কথায় তাঁকে পার্টির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সুজিত ঘোষের চিকিৎসার ব্যবস্থা করা হলেও আঘাত গভীর হওয়ায় তাঁকে আর সুস্থ করা যায়নি। মৃত নেতার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বিজেপি। বিজেপি নেতার ছেলের অভিযোগ পুলিশের বিরুদ্ধেও। শাসকদল ঘনিষ্ঠ দুষ্কৃতীদের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার আবেদন বারবার পুলিশের পক্ষ থেকে এসেছে। ৭ বছর কাটলেও এখনও অধরা দুষ্কৃতীরা। মৃত নেতার পরিবারের একটাই দাবি, বিচার হোক।