Stress Management Workshop: চাপ কাটানোর কর্মশালা

Stress Management Workshop: জলপাইগুড়ির পুলিশ লাইনে সোমবার আয়োজিত হোলো "হেলথ অ্যান্ড হ্যাপিনেস থ্রু রাজযোগ মেডিটেশন" শীর্ষক একটি স্ট্রেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম। জেলা পুলিশের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছিল।

Stress Management Workshop: চাপ কাটানোর কর্মশালা
| Edited By: | Updated on: Nov 21, 2023 | 4:00 PM

জলপাইগুড়ির পুলিশ লাইনে সোমবার আয়োজিত হোলো “হেলথ অ্যান্ড হ্যাপিনেস থ্রু রাজযোগ মেডিটেশন” শীর্ষক একটি স্ট্রেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম। জেলা পুলিশের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছিল।

জলপাইগুড়ি জেলা পুলিশের সহযোগিতায় প্রজা পিতা ব্রহ্মাকুমারী জলপাইগুড়ি সেন্টারের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকেরা। ছিলেন রাজস্থানের মাউন্ট আবু থেকে আগত ব্রহ্মাকুমার অধ্যাপক ই.ভি. স্বামীনাথন এবং ব্রহ্মা কুমারী জলপাইগুড়ি সেন্টারের অন্যান্য সদস্যবৃন্দ।
এদিন প্রফেসর ই ভি স্বামীনাথন সমবেত পুলিশ কর্মীদের মধ্যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে স্ট্রেস ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ পাঠ দেন।

প্রফেসর ই ভি স্বামীনাথন জানান এদিন রাজযোগ ও ধ্যান কৌশলের মাধ্যমে অভ্যন্তরীণ শান্তি অর্জনের উপায় সম্পর্কে উপস্থিত পুলিশ আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হয়। পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন। অনুষ্ঠানটি পুলিশ কর্মীদের জন্য খুবই সহায়ক হয়েছে।

Follow Us: