Amitabh Bachchan: অমিতাভকে ঢেঁড়স…
মেহমুদ ও অমিতাভের মধ্যে এক সময় সুসম্পর্ক ছিল। মেহমুদের বিশাল বাড়ির প্রথম তলে থাকতেন অমিতাভ ও মেহমুদের ভাই আনোয়ার আলি। তখনও অমিতাভের ততটা প্রতিপত্তি হয়নি। প্রাসাদোপম সেই বাড়ির তৃতীয় তলে থাকতেন মেহমুদ। 'সাত হিন্দুস্তানি' ছবিতে অভিনয় করেন আনোয়ার ও অমিতাভ।
মেহমুদ ও অমিতাভের মধ্যে এক সময় সুসম্পর্ক ছিল। মেহমুদের বিশাল বাড়ির প্রথম তলে থাকতেন অমিতাভ ও মেহমুদের ভাই আনোয়ার আলি। তখনও অমিতাভের ততটা প্রতিপত্তি হয়নি। প্রাসাদোপম সেই বাড়ির তৃতীয় তলে থাকতেন মেহমুদ। ‘সাত হিন্দুস্তানি’ ছবিতে অভিনয় করেন আনোয়ার ও অমিতাভ। তারপর টানা ২ বছর মেহমুদের বাড়িতে ছিলেন বিগ বি। সেই সময় নিয়মিত বিগ বি কে ঢেঁড়স রেখে খাওয়াতেন মেহমুদের বোন।
ঢেঁড়স খেতে খুব ভালবাসতেন অমিতাভ। মেহমুদের বোন অমিতাভের খেয়াল রাখতেন, যত্নআত্তিও করতেন। তাঁদের যৌথ পরিবারের সব সদস্য সাদরে গ্রহণ করেন অমিতাভকে। মেহমুদের জাগুয়ার নিয়ে বিভিন্ন কাজে ও স্টুডিওয় যেতেন অমিতাভ। ওই সময়ে একটি সাদা ফিয়েট কেনেন অমিতাভ। সেটিই অমিতাভের প্রথম গাড়ি। তারপর একটি পন্টিয়্যাক কেনেন অমিতাভ। মেহমুদের ভাই আনোয়ার আলি এই সমস্ত তথ্য জানান একটি টক শোয়ে এসে। মেহমুদ ও অমিতাভের সম্পর্কে তিক্ততা তৈরি হয় পরবর্তীকালে। ২০০৪এ মারা যান মেহমুদ।
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার

