Panchayat Pradhan: টসে জিতে প্রধান!

Panchayat Pradhan: টসে জিতে প্রধান!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 09, 2023 | 9:34 PM

বোর্ড গঠনের ১ দিন আগে বিজেপির যে পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করেছিল হলদিবাড়ি থানার পুলিশ, সেই প্রধান হলেন হলদিবাড়ি ব্লকের পার মেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতে ।

বোর্ড গঠনের ১ দিন আগে বিজেপির যে পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করেছিল হলদিবাড়ি থানার পুলিশ, সেই প্রধান হলেন হলদিবাড়ি ব্লকের পার মেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতে । পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনের দিন গননাকেন্দ্রের সামনে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সেই ঘটনার সঙ্গে জরিত থাকায় সোমবার গভির রাতে গ্রেফতার করা হয়েছে পার মেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সদ্য নির্বাচিত বিজেপি পঞ্চায়েত সদস্য রমানাথ বর্মন কে । তবে পুলিশ তাকে আদালতে তুললে মেখলিগঞ্জ মহকুমা আদালত থেকে তিনি জামিন পেয়ে যান । ভাগ্যের পরিহাসে আজ প্রধান পদে নির্বাচিত হলেন সেই পঞ্চায়েত সদস্য।

জানা গেছে, শাসক ও বিজেপির সমান সমান পঞ্চায়েত সদস্য হওয়ার টসের মাধ্যমে জিতে প্রধান হলেন বিজেপির রমনাথ বর্মন। উপপ্রধান হলেন ডলি রায়। শাসক দলের সমস্ত প্লান ভেস্তে দিয়ে বোর্ড গঠন করলো বিজেপি।

মেখলিগঞ্জের হলদিবাড়ি ব্লকের পারমেখলিগঞ্জ গ্রামপঞ্চায়েতে মোট আসন 14। তার মধ্যে বিজেপি 7, তৃণমূল 6,ফরওয়ার্ড ব্লক1, পরবর্তীতে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী তৃণমূলে যোগদান করায় তৃণমূল বিজেপি সমান সমান হয়ে পড়ে। শেষে টসের সিদ্ধান্ত নেওয়া হয় প্রধান কে হবে।সেই টসে বিজেপি জয়লাভ করে।