Assam, Tiger Death: রয়্যাল বেঙ্গল টাইগারের পা কেটে নিল!
রয়্যাল বেঙ্গল টাইগারকে নির্মম ভাবে মারার অভিযোগ আসামের কাজীরাঙ্গার গোলাঘাটে । কেটে নেওয়া হয়েছে বাঘটির চারটি পা। তুলে নেওয়া হয়েছে গায়ের চামড়া। মৃত বাঘটির থেঁতলে দেওয়া হয়েছে মুখ। মর্মান্তিক এই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আসামের গোলাঘাটের পাথারি এলাকার ঘটনা এটি। স্থানীয়রা জানাচ্ছেন , অনেক দিন ধরেই বাঘটি লোকালয়ে ঢুকে পড়েছিল। মাঝে মাঝেই আক্রমণ করছিল […]
রয়্যাল বেঙ্গল টাইগারকে নির্মম ভাবে মারার অভিযোগ আসামের কাজীরাঙ্গার গোলাঘাটে । কেটে নেওয়া হয়েছে বাঘটির চারটি পা। তুলে নেওয়া হয়েছে গায়ের চামড়া। মৃত বাঘটির থেঁতলে দেওয়া হয়েছে মুখ। মর্মান্তিক এই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আসামের গোলাঘাটের পাথারি এলাকার ঘটনা এটি।
স্থানীয়রা জানাচ্ছেন , অনেক দিন ধরেই বাঘটি লোকালয়ে ঢুকে পড়েছিল। মাঝে মাঝেই আক্রমণ করছিল সাধারণ মানুষদের । এলাকার মানুষ ভয়ে আতঙ্কে বাড়ি থেকে বেরতে ভয় পেতেন। এমনকি একজনকে হত্যাও করে বাঘটি। রাজ্যের বন দপ্তরকে জানিয়েও কোনো কাজ হয়নি । এরপরই পাওয়া গেল বাঘের মৃতদেহ। কী বলছেন বনদফতরের কর্মীরা? দেখুন ভিডিয়ো