Messi in Kolkata: কলকাতায় বিশৃঙ্খলা, পণ্ড হয়ে গেল মেসির ভারত-সফর?
Chaos in Yuva Bharati: কলকাতা হয়ে যেতেন হায়দরাবাদ, তারপর আগামিকাল মুম্বই এবং দিল্লি। একেবারে ১৫ তারিখ অবধি ভারতে থাকার কথা রয়েছে এই তারকা ফুটবলারের। কিন্তু কলকাতার ঘটনার ধোঁয়াশায় বাকি সকল রাজ্য়ের অনুষ্ঠান সূচিও।
কলকাতা: ভারতে একযোগে চার জায়গায় কর্মসূচি ছিল আর্জেন্টিনার তারকা ফুটবলার লিয়োনেল মেসির। কলকাতা হয়ে যেতেন হায়দরাবাদ, তারপর আগামিকাল মুম্বই এবং দিল্লি। একেবারে ১৫ তারিখ অবধি ভারতে থাকার কথা রয়েছে এই তারকা ফুটবলারের। কিন্তু কলকাতার ঘটনার ধোঁয়াশায় বাকি সকল রাজ্য়ের অনুষ্ঠান সূচিও।
কারণ একটাই, হায়দরাবাদ, মুম্বই, দিল্লির এই তিন অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে শতদ্রুকে। এরপর থেকেই ধোঁয়াশা ঘিরে ধরে মেসির তিন রাজ্যের অনুষ্ঠান ঘিরে। তবে এই নিয়ে আয়োজক সংস্থা এখনও মুখ খোলেনি।
Published on: Dec 13, 2025 05:59 PM
