Lionel Messi: মেসির ৩০০ কোটির গাড়ি ছোটে ঘণ্টায় ৩০০ কিমিতে

Lionel Messi: মেসির ৩০০ কোটির গাড়ি ছোটে ঘণ্টায় ৩০০ কিমিতে

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 03, 2023 | 2:01 PM

লিও মেসি পা দিলেন ৩৬এ। বিশ্বকাপ জয়ের পর এই প্রথম জন্মদিন। স্পেশাল তো বটেই এই জন্মদিন। সিম্পল লিভিং এ বিশ্বাসী মেসির বিলাসবহুল গাড়ির শখ আছে।

লিও মেসি পা দিলেন ৩৬এ। বিশ্বকাপ জয়ের পর এই প্রথম জন্মদিন। স্পেশাল তো বটেই এই জন্মদিন। সিম্পল লিভিং এ বিশ্বাসী মেসির বিলাসবহুল গাড়ির শখ আছে। এই শখ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরও আছে। মেসির কালেকশনে আছে সবচেয়ে দামি ফেরারি গাড়ি। এই গাড়ির দামে বেশ কটা ইয়ট বা এয়ারবাস হয়ে যায়। ভারতীয় মুদ্রায় প্রায় ৩০০ কোটি টাকা। গাড়ির নাম ফেরারি ৩৩৫ স্পাইডার। দাম ৩৬ মিলিয়ন ডলার। ৩০০ কোটির এই গাড়ি ছোটে ৩০০ কিমি প্রতি ঘণ্টা বেগে। ১৯৫৭এ বিরল এই গাড়ির মাত্র ৪টিই তৈরি করেছে ইতালির ফেরারি। গাড়িটির ডাক নাম প্র্যানসিং হর্স। এছাড়াও মেসির আছে রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি, অডি কিউ৭, অডি আরএস৬, অডি এ৭। মেসির আছে রেঞ্জ রোভার স্পোর্ট, পাগানি, ক্যাডিলাক, মাসেরাতি। মাসেরাতি গাড়িটি মাত্র সার্বে ৪ সেকেন্ডে ১০০ কিমি গতিবেগ তোলে। মেসির পাগানি গাড়ির দাম ৪ মিলিয়ন ডলার বা ৩২ কোটি টাকা। এই গাড়ির ৪০টি মডেল আছে বিশ্বে। মেসির গাড়ির সর্বমোট মূল্য ৪০ মিলিয়ন ডলারেরও বেশি। অন্যদিকে রোনাল্ডোর গ্যারাজে আছে রোলস রয়েস, ফেরারি, বুগাটি, পোর্শে। রোনাল্ডোর আছে অ্যাস্টন মার্টিন, ক্যাডিলাক, বেন্টলে, ল্যাম্বরগিনি। এদের কোনটির দামই ফেরারি ৩৩৫ স্পাইডারের চেয়ে বেশি নয়।