Microsoft News: মাইক্রোসফ্ট কর্মীদের জন্য দুঃসংবাদ

Microsoft News: মাইক্রোসফ্ট কর্মীদের জন্য দুঃসংবাদ

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: May 15, 2023 | 3:43 PM

খারাপ খবর মাইক্রোসফ্ট কর্মীদের জন্য। এ বছর কর্মীদের বেতন না বাড়ানোর সিদ্ধান্ত মাইক্রোসফ্টের। অভ্যন্তরীণ ইমেইলে মাইক্রোসফ্ট সিইও সত্য নাদেলা এই সিদ্ধান্ত কর্মীদের জানান।

খারাপ খবর মাইক্রোসফ্ট কর্মীদের জন্য। এ বছর কর্মীদের বেতন না বাড়ানোর সিদ্ধান্ত মাইক্রোসফ্টের। অভ্যন্তরীণ ইমেইলে মাইক্রোসফ্ট সিইও সত্য নাদেলা এই সিদ্ধান্ত কর্মীদের জানান । মাইক্রোসফ্ট সিইও বলেন “প্রতিকূল পরিস্থিতিতেও বাজারে উল্লেখযোগ্য বিনিয়োগ হয়, গত বছর বাজেট প্রায় দ্বিগুণ বৃদ্ধি হয়, এবছর বিভিন্ন দিক থেকে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন”। গত অর্থবর্ষের শেষ পর্যন্তও ঠিক ছিল বেতন বাড়বে মাইক্রোসফ্টে। সম্প্রতি মাইক্রোসফ্টের বাজেটে বড়সড় কাটছাঁট হয়। তাতেই এই সিদ্ধান্ত বলে মত বিশেষজ্ঞদের। অতিমারিতে আর্থিক মন্দায় বেশ কিছু সংস্থায় কর্মী ছাঁটাই হয়। সেই সময়ে মাইক্রোসফ্টেও কর্মী ছাঁটাই হয়। ১০ হাজার মাইক্রোসফ্ট কর্মী তখন কর্মহীন হন। মাইক্রোসফ্ট তাদের খরচ কমাতে এই কঠোর পদক্ষেপ নিল। ইনক্রিমেন্ট না হওয়ায় স্থায়ী কর্মীদের পুরনো বেতনেই কাজ করতে হবে। চুক্তিতে রয়েছেন যে কর্মীরা তাঁদের ক্ষেত্রে কী হবে তা জানা যায়নি। মাইক্রোসফ্ট কর্মীদের বোনাসের বরাদ্দ বাজেটেও কাটছাঁট হয়েছে। মাইক্রোসফ্ট কর্মী কমিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর জোর দিচ্ছে । চ্যাট জিপিটির প্রস্তুতকারকের সহযোগিতায় অফিসের কাজকর্ম করবে মাইক্রোসফ্ট। মাইক্রোসফ্টের সার্চ ইঞ্জিন বিং-এও সহায়তা করবে চ্যাট জিপিটি।