SIR-এর মাঝপর্বে অ্যাপ-সমস্যায় BLO-রা, কমিশনে অভিযোগ জানিয়ে কাজ হল?
SIR in Bengal: ফর্ম আপলোড করতে গিয়ে ফাঁপড়ে বিএলও-রা। কমিশনে জানিয়েও মেলেনি সুরাহা। এক বিএলও বলছেন, আমাদের গ্রুপে যেভাবে নির্দেশ দেওয়া হচ্ছে আমরা সেটা করছি। কিন্তু গতকাল সন্ধ্যা থেকে আজ সন্ধ্যা পর্যন্ত অ্যাপ ডাউন। এক একটি ফর্ম ৫ থেকে ৭ বার পর্যন্ত আপলোড করার পরেও তা আপলোড হচ্ছে না।
কলকাতা: SIR-এর মাঝপর্বে অ্যাপ-সমস্যায় BLO-রা। নানা প্রান্ত থেকে শোনা যাচ্ছে একই অভিযোগ। অভিযোগ আসছে কসবা, নিউটাউনের একটা বড় অংশ থেকে। ফর্ম আপলোড করতে গিয়ে ফাঁপড়ে বিএলও-রা। কমিশনে জানিয়েও মেলেনি সুরাহা। এক বিএলও বলছেন, আমাদের গ্রুপে যেভাবে নির্দেশ দেওয়া হচ্ছে আমরা সেটা করছি। কিন্তু গতকাল সন্ধ্যা থেকে আজ সন্ধ্যা পর্যন্ত অ্যাপ ডাউন। এক একটি ফর্ম ৫ থেকে ৭ বার পর্যন্ত আপলোড করার পরেও তা আপলোড হচ্ছে না। যে সমস্ত ফর্ম আমরা আপডোল করেছিলাম সেগুলো চেক করলে কিছু কিছু ক্ষেত্রে ফেলড দেখাচ্ছে।
Latest Videos
